Class 7 Bengali 3rd Unit Test Question Paper Set-2 wbbse | সপ্তম শ্রেণির বাংলা তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-২

ANNUAL EXAMINATION WBBSE
CLASS 7 (VII)
BENGALI QUESTION PAPER

Class 7 Bengali 3rd Unit Test Question Paper Set-2 wbbse | সপ্তম শ্রেণির বাংলা তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-২

📌সপ্তম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 সপ্তম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

Set-2

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
সপ্তম শ্রেণি
বিষয় : বাংলা
পূর্ণমান : ৭০                   সময় : ২.২০ মিনিট

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে সম্পূর্ণ বাক্যটি লেখ : ১x৬=৬

১.১ পৃথিবীর মনের কথাটি কবি শুনতে পান- (নদীর উপর / মাটির উপর / জলের উপর)।

১.২ বিপ্লবী হরিদাস দত্ত (পুলিশ / খালাসি / গাড়োয়ান) এর ছদ্মবেশে পিস্তল চুরি করেন।

১.৩ “হেথায় নিত্য হেরো পবিত্র ধরিত্রীরে”- (জাতের বজ্জাতি / বইটই / ভারততীর্থ) কবিতার অংশ।

১.৪ (বরেন দত্ত / বরেন মল্লিক / বরেন চৌধুরী)-র পরিচালিত চলচ্চিত্রে অভিনয় করতে গিয়েছিলেন পটলবাবু।

১.৫ দিন ফুরোলে কবিতায় কথকদের বাপ মায়েরা মুচ্ছো যাবেন (স্কুলে না গেলে / সকালবেলায় পড়তে না বসলে / সন্ধ্যে হলে ও খেলার মাঠ ছেড়ে বাড়ি না ফিরলে)

১.৬ বইটই কবিতার কবি (শঙ্খ ঘোষ / প্রেমেন্দ্র মিত্র / রবীন্দ্রনাথ ঠাকুর)।

২। নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও দু একটি শব্দে : ১x৬=৬

২.১ ভারতবর্ষকে পদানত করতে যে সব বিদেশী শক্তি অতীতে এসেছিল সে রকম দুটি বিদেশী শক্তির নাম লেখ।

২.২ সেলো, কিসের আওয়াজে সবচেয়ে বেশী ভয় পেতো ?

২.৩ জাদু কাহিনী গল্পে ইংল্যান্ডের যে বিখ্যাত যাদুকর এর নাম আছে তার নাম লেখ।

২.৪ টই কোথায় লুকিয়ে থাকে ?

২.৫ কে এক্ষুনি আকাশ জুড়ে লক্ষ রঙের দৃশ্যে চমকে দেবেন ?

২.৬ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে নাটকটি তোমাদের পাঠ্য বইতে আছে তার নাম কি?

৩। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (যে কোন 4টি) : ২x৪=৮

৩.১ শান্তি নিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন কবির মনে কেমন অনুভূতি হয় ?

৩.২ কাশীর জেলে পানিশমেন্ট সেলটির অবস্থা কেমন ছিল ?

৩.৩ “এই দুই স্কুলের ছেলেদের মধ্যে চিরকালের রেষারেষি’- এখানে কোন দুই স্কুলের কথা বলা হয়েছে ?

৩.৪ ভারতের প্রাকৃতিক বৈচিত্র্য ধরা পড়েছে- ভারত তীর্থ কবিতা থেকে এমন একটি পংক্তি উদ্ধৃত করো।

৩.৫ “দিন ফুরোলে” কবিতায়- কথকদের সন্ধ্যেবেলায় ঘরে ফেরাকে মন খারাপের গর্তে ফেরা কেন মনে হয়েছে ?

৩.৬ “আমাদের কথা শুনলেই এর শোক উপস্থিত হয়” বক্তা কে ? তার কোন কথায় নরহরি শোকগ্রস্ত হয়ে পড়েছে ?

৪। নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও (যে কোন ৪টি) : ৫×৪=২০

৪.১ ‘রাস্তায় ক্রিকেট খেলা’ গল্পে সেলো, ভার্নের ব্যাট বল কেন, কোথায় ফেলে দিয়েছিল ও শেষ পর্যন্ত তাদের বিবাদ কী ভাবে মিটে গেল ? ২+৩

৪.২ “সমরেশ দা কোথায় গেছে?” কার লেখা কোন গল্পের অংশ ? সমরেশদা কোথায় কোন উদ্দেশ্যে গিয়েছিল ?

৪.৩ “ধন্যি আপনার টাইমিং। বাপের নাম ভুলিয়ে দিয়ে ছিলেন প্রায়”- বক্তা কে ? তিনি কার উদ্দেশ্যে একথা বলেছিলেন ? কোন ঘটনার ফলে তার এমন মন্তব্য ? ২+৩

৪.৪ “জাদু কাহিনী” গল্পে লেখকের নাম ও তাঁর বিদ্যালয়ের নাম লেখ। এই গল্পে লেখকের বিদ্যালয়ে যিনি জাদু দেখাতে এসেছিলেন তার নাম কি ? লেখকের প্রশ্নের উত্তরে তিনি কি বলেছিলেন তা লেখো। ২+১+২

৪.৫ “কালিম্পং-এ টেলিফোন ছিলনা- এই উপলক্ষ্যে তার প্রথম উদ্বোধন” – কার লেখা কোন গদ্যাংশের অংশ ? কোন বিশেষ উপলক্ষ্যে কী ভাবে এই উদ্বোধন সম্পন্ন হলো ? ২+১+২

৪.৬ “আছে সে ভাগ্যে লিখা”- ভাগ্যে কী লিখা আছে ? সেই লিখন পাঠ করে কবি তাঁর মনে মনে কি শপথ গ্রশণ করে ছিলেন ? ২+৩

৫। নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ (যে কোন ৫টি) : ১x৫=৫

৫.১ ধাতু প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে (কৃৎ / তদ্ধিত / বিদেশী) প্রত্যয় বলে।

৫.২ ধাতু বা শব্দের সঙ্গে যখন প্রত্যয় যুক্ত হয় তখন শব্দের মধ্যে যে স্বরের পরিবর্তন ঘটে সেই পরিবর্তনের ধারাকে একত্রে (উৎকর্ষ / অপকর্ষ / অভিকর্ষ) বলে।

৫.৩ বাক্যে ক্রিয়ার সঙ্গে যে পদ করণ সম্বন্ধে অন্বিত তাকে (কর্তৃ / কর্ম / করণ) কারক বলে।

৫.৪ সে এখন বিদেশে আছে- (ভাবাধিকরণ / স্থানাধিকরণ / বিষয়াধিকরণ)।

৫.৫ কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে করিয়ে নিলে তাকে (প্রযোজ্য কর্তা / প্রযোজক কর্তা / সমধাতুজ কর্তা) বলে।

৫.৬ কোন কাজ আগে শুরু হয়ে এখন শেষ হয়েছে বোঝাতে (ক্ত / ক্তি‌ / তব্য) প্রত্যয় যুক্ত হয়।

৬। নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাওঃ (যে কোন ৫টি) : ১x৫=৫

৬.১ যে শব্দকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় না তাকে কি শব্দ বলে ?

৬.২ শব্দ প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কি প্রত্যয় বলে ?

৬.৩ রাখাল গরু চরায় – কি কর্তা ?

৬.৪ সমধাতুজ কর্মের একটি উদাহরণ দাও।

৬.৫ একটি গৌণ কর্মের উদাহরণ দাও।

৬.৬ তাল পাতার বাঁশি কি সম্বন্ধ তা’ লেখ।

৭। নির্দেশ অনুসারে উত্তর দাও :

৭.১ এক কথায় প্রকাশ করো (যেকোন ২টি) : ১x২=২

(ক) রাত্রিকালীন যুদ্ধ (খ) কুকুরের ডাক
(গ) ঐক্যের অভাব।

৭.২ বাগধারা নির্ণয় করঃ (যে-কোন ২টি) : ১x২=২

(ক) কূপমণ্ডুক (খ) ফাটা কপাল (গ) একাই একশো।

৮। নিম্নলিখিত যেকোন একটি বিষয় অবলম্বন করে একটি চিঠি লেখ। ৬

৮.১ অতিরিক্ত মাইক ব্যবহারের ফলে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠিত হয়ে উঠেছে – এর প্রতিকার চেয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে একটি চিঠি লেখ।

৮.২ তোমার বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের বিবরণ দিয়ে বন্ধুকে একটি পত্র লেখ।

৯। নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও (যে কোন ২টি) : ২x২=৪

৯.১ সোনাটিয়ার পিসেমশাই কি চাকরি করতেন ?

৯.২ জাদুকর সোনা টিয়াকে কি দিয়েছিল?

৯.৩ যে চাবি দিয়ে টিয়া মাকুকে চালু করেছিল সেটা আসলে কি ছিল?

১০। যে কোন ২টি প্রশ্নের যথাযথ উত্তর দাও : ৩x২=৬

১০.১ হোটেলওয়ালা আসলে কে ? কিভাবে তার আসল পরিচয় প্রকাশ পেল ? ১+২

১০.২ হোটেলওলার জন্ম দিনের উৎসব কেমন হয়েছিল সংক্ষেপে লেখ। ৩

১০.৩ মাকু কীভাবে কাঁদতে পারল ? ৩

📌 আরো দেখুনঃ

📌সপ্তম শ্রেণির ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 অন্যান্য বিষয়ের প্রশ্নোত্তরঃ

📌 সপ্তম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি গণিত সমাধান Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

This Post Has One Comment

  1. Manik Sarkar

    এই প্রশ্ন গুলো যাতে PDF আকারে পাই,তার option দিলে উপকৃত হতাম।

Leave a Reply

  • Post comments:1 Comment
  • Reading time:5 mins read