Class 8 History 2nd Unit Test Question Paper Set-2 wbbse | অষ্টম শ্রেণির ইতিহাস দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-২

2ND SUMMATIVE EVALUATION
CLASS 8 (VIII) WBBSE
HISTORY QUESTION PAPER

Set-2

Class 8 History 2nd Unit Test Question Paper Set-2 wbbse | অষ্টম শ্রেণির ইতিহাস দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-২

📌অষ্টম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌অষ্টম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন-2025
অষ্টম শ্রেণি বিষয় : ইতিহাস
সময় : ১ ঘণ্টা ৪০ মিনিট পূর্ণমান : ৫০

BARUIPUR GIRLS’ HIGH SCHOOL
2nd Summative Evaluation-2025
Class VIII
Sub. History
F.M. 50                   Time 1 hr. 45 min.

১। সঠিক উত্তরটি নির্বাচন করো : ১×১০=১০

১.১ চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল- (১৭৯৩ / ১৮১১ / ১৮১২) খ্রিস্টাব্দে।

উত্তরঃ ১৭৯৩

১.২ ভারতমাতা চিত্রটি অঙ্কন করেছিলেন (রবীন্দ্রনাথ ঠাকুর / অবনীন্দ্রনাথ ঠাকুর / বিদ্যাসাগর)।

উত্তরঃ অবনীন্দ্রনাথ ঠাকুর

১.৩ দেশীয় মুদ্রণ আইন (১৮৭৮ খ্রি.) জারি করেছিলেন- (লর্ড লিটন / লর্ড রিপন / লর্ড বেন্টিক)।

উত্তরঃ লর্ড লিটন

১.৪ সত্যশোধক সমাজ গড়ে তুলেছিলেন (জ্যোতিরাও ফুলে / ডিরোজিও / রাজা রামমোহন রায়)।

উত্তরঃ জ্যোতিরাও ফুলে।

১.৫ সাগরে কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ হয়েছিল- (১৮০২ / ১৮০৩ / ১৮০৫) খ্রিস্টাব্দে।

উত্তরঃ ১৮০২

১.৬ হিন্দু মেলার প্রতিষ্ঠাতা ছিলেন- (শিশিরকুমার ঘোষ / নবগোপাল মিত্র / আনন্দমোহন বসু)।

উত্তরঃ নবগোপাল মিত্র।

১.৭ জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসেছিল (কলকাতায় / বোম্বাইয়ে / মাদ্রাজে)।

উত্তরঃ বোম্বাইয়ে।

১.৮ মোপালা বিদ্রোহ হয়েছিল (বাংলাতে / মালাবার অঞ্চলে / গুজরাটে)।

উত্তরঃ মালাবার অঞ্চলে।

১.৯ বুড়িবালামের যুদ্ধের নায়ক ছিলেন (বাঘাযতীন / ক্ষুদিরাম বসু / সূর্য সেন)।

উত্তরঃ বাঘাযতীন।

১.১০ এনফিল্ড হল এক ধরনের (বন্দুক / রাইফেল / কার্তুজ)।

উত্তরঃ রাইফেল।

২। বাম স্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাও : ১×৬=৬

বামস্তম্ভ ডানস্তম্ভ
(i) সাঁওতাল বিদ্রোহ (a) বিদ্যাসাগর
(ii) রেলপথ নির্মাণ (b) সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন
(iii) সুরাট অধিবেশন (c) ১৮৫৫-৫৬ খ্রিস্টাব্দে
(iv) রাজা রামমোহন রায় (d) ১৯০৭ খ্রিস্টাব্দে
(v) দীনবন্ধু মিত্র (e) লর্ড ডালহৌসী
(vi) বর্ণ পরিচয় (f) নীলদর্পণ নাটক

উত্তরঃ

(i) সাঁওতাল বিদ্রোহ (c)
(ii) রেলপথ নির্মাণ (e)
(iii) সুরাট অধিবেশন (d)
(iv) রাজা রামমোহন রায় (b)
(v) দীনবন্ধু মিত্র (f)
(vi) বর্ণ পরিচয় (a)

৩। শূন্যস্থান পূরণ করো : ১×৪=৪

(ক) ভারতের প্রথম ভাইসরয় নিযুক্ত হন _________।

উত্তরঃ লর্ড ক্যানিং

খ) ‘রায়ত’ কথাটির অর্থ হল __________।

উত্তরঃ চাষি বা কৃষক।

(গ) আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন _____________।

উত্তরঃ দয়া নন্দ সরস্বতী।

(ঘ) ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা হয়েছিল ____________ খ্রিস্টাব্দে।

উত্তরঃ 1928

৪। পূর্ণবাক্যে উত্তর দাও : ১x৫

৪.১ দেশের সম্পদ বিদেশে চালান হওয়াকে কী বলা হয় ?

উত্তরঃ দেশের সম্পদ বিদেশে চালান হওয়াকে বলা হয় সম্পদ বহির্গমন।

৪.২ বাংলার ভূমিহীন কৃষকরা কী নামে পরিচিত ?

উত্তরঃ বাংলার ভূমিহীন কৃষকরা ভাগচাষি বা বর্গাদার নামে পরিচিত।

৪.৩ ‘জীবনের ঝরাপাতা’ কার আত্মজীবনী ?

উত্তরঃ ‘জীবনের ঝরাপাতা’ আত্মজীবন সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনী।

৪.৪ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল কবে ?

উত্তরঃ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ১৯১১ সালে।

৪.৫ ‘মহল’ কথাটির অর্থ কী ?

উত্তরঃ ‘মহল’ কথাটির অর্থ কয়েকটি গ্রামের সমষ্টি।

৫। বেমানান শব্দটি খুঁজে বের করো : ১×৫=৫

৫.১ পণ্ডিতা রমাবাঈ, বেগম রোকেয়া, ভগিনী শুভলক্ষ্মী, রানি লক্ষ্মীবাঈ।

উত্তরঃ রানি লক্ষ্মীবাঈ।

৫.২ বাহাদুর শাহ জাফর, নানা সাহেব, তিতুমির, মঙ্গল পাণ্ডে।

উত্তরঃ তিতুমির।

৫.৩ রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, দয়ানন্দ সরস্বতী।

উত্তরঃ দয়ানন্দ সরস্বতী।

৫.৪ চিরস্থায়ী বন্দোবস্, মহলওয়ারী বন্দোবস্ত, রায়তওয়ারী বন্দোবস্ত, দাদন।

উত্তরঃ দাদন।

৫.৫ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, গোপালকৃষ্ণ গোখলে, বিপিনচন্দ্র পাল।

উত্তরঃ বিপিনচন্দ্র পাল।

৬। সংক্ষেপে উত্তর দাও : ২×৩=৬

৬.১ ‘সূর্যাস্ত আইন’ কাকে বলে ?

৬.২ ‘লাল-বাল-পাল’ নামে কারা পরিচিত ?

৬.৩ নব্যবঙ্গ নামে কারা পরিচিত ? তারা কোন কোন প্রথার বিরুদ্ধে

৭। টীকা লেখ : ৪

৭.১ বারাসাত বিদ্রোহ, অথবা, ৭.২ ইলবার্ট বিল বিতর্ক।

৮। যে কোন দুটি প্রশ্নের উত্তর দাও : ৫×২=১০

৮.১ বঙ্গভঙ্গের প্রস্তাব কে দিয়েছিলেন ? বঙ্গভঙ্গের পশ্চাতে তিনি যে যুক্তি দিয়েছিলেন, তা লেখ। জাতীয় শিক্ষা পরিষদ কবে প্রতিষ্ঠিত হয়েছিল। ১+৩+১

৮.২ সমাজ ও শিক্ষা সংস্কারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। ৫

৮.৩ ১৮৫৩ খ্রিস্টাব্দে ভারতে রেলপথ নির্মাণের উদ্দেশ্য ও ফলাফল উল্লেখ করো। ২+৩

📌আরও পড়ুনঃ

📌অষ্টম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌অষ্টম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply

  • Post comments:0 Comments
  • Reading time:4 mins read