Class 7 Geography 2nd Unit Test Question Paper Set-3 wbbse | সপ্তম শ্রেণির ভূগোল দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৩

2ND SUMMATIVE EVALUATION
CLASS 7 (VII) WBBSE
GEOGRAPHY QUESTION PAPER

Set-3

Class 7 Geography 2nd Unit Test Question Paper Set-3 wbbse | সপ্তম শ্রেণির ভূগোল দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৩

📌 সপ্তম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 সপ্তম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫
সপ্তম শ্রেণি
বিষয় : ভূগোল

পূর্ণমান-৫০                    সময় : ১ ঘণ্টা ৪০ মিনিট

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :‌ ১x১০=১০

১.১ ‘পৃথিবীর ছাদ’ বলা হয় (ছোটনাগপুর মালভূমি / পামির মালভূমি / মালব মালভূমি)-কে।

১.২ দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল কে বলে- (দোয়াব / নদী অববাহিকা / মিয়েন্ডার)।

১.৩ কোন শিলায় ‘জীবাশ্ম’ দেখা যায় ? (পাললিক শিলা / আগ্নেয় শিলা / রূপান্তরিত শিলা)।

১.৪ সাহারা শুষ্ক নদীখাত গুলোকে বলা হয়- (রেগ / ওয়াদি / হামাদা)।

১.৫ আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম হলো- (সাহারা / ভেল্ড /স্টেপ)।

১.৬ গ্রস্ত উপত্যকা দেখা যায়- (আগ্নেয় / স্তূপ / ভঙ্গিল) পর্বতে।

১.৭ ভারতের একটি অন্তর্বাহিনী নদী হল- (রাইন / লুনি / সিন্ধু)।

১.৮ ইতালির একটি আগ্নেয় পর্বত হল (ফুজিয়ামা / ভিসুভিয়াস / এটনা)।

১.৯ ভিক্টোরিয়া জলপ্রপাত সৃষ্টি হয়েছে (অরেঞ্জ / নীলনদ / জাম্বেসি) নদীতে।

১.১০ হোয়াইট নীল ও ব্লু নীল মিলিত হয়েছে (কায়রো / খার্তুম / মালাকাল) শহরের নিকটে।

২। অতি সংক্ষেপে প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো দশটি) : ১x১০=১০

২.১ ওয়াদি কী ?

২.২ একটি স্তূপ পর্বতের উদাহরণ দাও ?

২.৩ খামসিন কী ?

২.৪ আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নীম কী ?

২.৫ মধ্যগতিতে নদীর প্রধান কাজ কী ?

২.৬ পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম লেখ ?

২.৭ ভারতের বৃহত্তম নদীর নাম কী ?

২.৮ সাভানা তৃণভূমি অঞ্চলে কী ধরনের উদ্ভিদ লক্ষ্য করা যায় ?

২.৯ সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত ?

২.১০ একটি লাভাগঠিত মালভূমির উদাহরণ দাও ?

২.১১ ভেল্ড কী ?

৩। সংক্ষেপে প্রশ্নগুলির উত্তর লেখ (যেকোনো চারটি) : ২×৪=৮

৩.১ মিশরকে নীল নদের দান বলা হয় কেন ?

৩.২ আগ্নেয় শিলার বৈশিষ্ট্য গুলি লেখ ?

৩.৩ মালভূমি কাকে বলে ? এর দুটি বৈশিষ্ট্য লেখ ?

৩.৪ সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে উঠতে পারে না কেন ?

৩.৫ ‘টেবিলল্যান্ড’ কাকে এবং কেন বলে ?

৪। কম-বেশি ৬০টি শব্দ উত্তর লেখো (যে-কোনো চারটি) : ৩x৪=১২

৪.১ আফ্রিকা মহাদেশকে ‘অন্ধকারাচ্ছন্ন মহাদেশ’ বলা হয় কেন ?

৪.২ অন্তর্বাহিনী নদী ও আন্তর্জাতিক নদী কাকে বলে ? উদাহরণ দাও ?

৪.৩ পাললিক শিলা কাকে ? জীবাশ্ম কী ? এটি কোন শিলায় দেখতে পাওয়া যায় ?

৪.৪ ‘বহুমুখী নদী পরিকল্পনা’ কাকে বলে ? এর উদ্দেশ্যগুলি কী কী ?

৪.৫ সমচাপরেখার বৈশিষ্ট্য লেখো ?

৫। কম-বেশি ১৫০ টি শব্দ উত্তর লেখ: (যেকোন দুটি) : ৫x২=১০

৫.১ মিশরের কৃষিকাজে নীলনদের প্রভাব আলোচনা করো।

৫.২ মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলি কী কী ? মাটি সৃষ্টির প্রক্রিয়াকে এরা কিভাবে নিয়ন্ত্রণ করে ?

৫.৩ আমাদের জীবনে পর্বতের প্রভাব কতখানি আলোচনা করো।

৫.৪ চিত্রসহ অশ্বক্ষুরাকৃতি হ্রদ বর্ণনা করো।

📌আরও পড়ুনঃ

📌 সপ্তম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 সপ্তম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণির ভূগোল প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি গণিত সমাধান Click Here

Leave a Reply

  • Post comments:0 Comments
  • Reading time:3 mins read