Class 7 Geography 2nd Unit Test Question Paper Set-2 wbbse | সপ্তম শ্রেণির ভূগোল দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-২

2ND SUMMATIVE EVALUATION
CLASS 7 (VII) WBBSE
GEOGRAPHY QUESTION PAPER

Set-2

Class 7 Geography 2nd Unit Test Question Paper Set-2 wbbse | সপ্তম শ্রেণির ভূগোল দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-২

📌 সপ্তম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 সপ্তম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫
সপ্তম শ্রেণি
বিষয় : ভূগোল

পূর্ণমান-৫০                  সময় : ১ ঘণ্টা ৪০ মিনিট

১। সঠিক উত্তরটি নির্বাচন করো : ১x১০=১০

১.১ ভারতের একটি পর্বতবেষ্টিত মালভূমি হল (a) লাদাখ, (b) ছোটোনাগপুর, (c) দাক্ষিণাত্য, (d) মেঘালয় মালভূমি।

১.২ ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া হল (a) ভঙ্গিল পর্বত, (b) স্তূপ পর্বত, (c) আগ্নেয় পর্বত, (d) ক্ষয়জাত পর্বত।

১.৩ প্লাবনভূমি ও বদ্বীপ সৃষ্টি হয় নদীর (a) উচ্চগতিতে, (b) মধ্যগতিতে, (c) নিম্নগতিতে, (d) উচ্চ এবং মধ্য উভয় গতিতে।

১.৪ ‘I’ আকৃতির গিরিখাতকে বলে— (a) জলপ্রপাত, (b) ক্যানিয়ন, (c) জলবিভাজিকা, (d) সিয়েন্ডার।

১.৫ একটি আগ্নেয় শিলা হল— (a) প্লেট, (b) নিস, (c) গ্রানাইট, (d) বেলেপাথর।

১.৬ প্রদত্ত কোনটি আগ্নেয় শিলা নয়— (a) ব্যাসল্ট, (b) গ্রানাইট, (c) চুনাপাথর, (১) নিসা

১.৭ সুদানের রাজধানী হল— (a) খার্তুম, (b) আসোয়ান, (c) কায়রো, (d) আলেকজান্দ্রিয়া।

১.৮ সাহারা মরুভূমির শুকনো নদীখাতগুলিকে বলা হয়— (a) ওয়াদি, (b) হামাদা, (c) আর্গ, (d) রেগ।

১.৯ পৃথিবীর দীর্ঘতম নদী— (a) আমাজন, (b) নিল, (c) গঙ্গা, (d) দানিয়ুব।

১.১০ আফ্রিকার নাতিশীতোয় তৃণভূমি— (a) ভেল্ড, (b) ডাউনস, (c) সাভানা, (d) গ্রানচাকো।

২। নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও : ১x১০=১০

২.১ ফ্রান্সের ভোজ কোন্ ধরনের পর্বত ?

২.২ যে নদীতে সারাবছর জল থাকে তাকে কী বলে ?

২.৩ দুটি নদীর মধ্যবর্তী স্থানকে কী বলে ?

২.৪ আগ্রা শহরটি কোন্ দুটি নদীর দোয়াব অঞ্চলে অবস্থিত ?

২.৫ তাজমহল কোন শিলা দিয়ে তৈয়ি ?

২.৬ লোয়েস্ সমভূমি কী দ্বারা গঠিত ?

২.৭ ভারতের সাতপুরা কী জাতীয় পর্বত ?

২.৮ মৃত্তিকায় খনিজ পদার্থ কত শতাংশ থাকে ?

২.৯ পৃথিবীর দীর্ঘতম খাল কোনটি ?

২.১০ ‘ভূমধ্যসাগরে চাবিকাঠি’ কাকে বলে ?

৩। নিচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো চারটি) : ২×৪=৮

৩.১ পর্বত ও পাহাড়ের মধ্যে পার্থক্য লেখো।

৩.২ মালভূমিকে ‘টেবিলল্যান্ড’ বলা হয় কেন ?

৩.৩ লোয়েস সমভূমি কাকে বলে ?

৩.৪ ‘জলবিভাজিকা’ বলতে কী বোঝো ?

৩.৫ টীকা লেখো : মিয়েন্ডার।

৩.৬ প্লাবনভূমি কীভাবে সৃষ্টি হয় ?

৩.৭ রেগোলিথ কী ?

৪। নিচের যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ৩×৪=১২

৪.১ ভঙ্গিল পর্বত ও স্তূপ পর্বতের দুটি পার্থক্য লেখো।

৪.২ টীকা লেখো : শাখানদী।

৪.৩ পৃথিবীর বৃহত্তম নদী আমাজনে কোনো বদ্বীপ না থাকার কারণ কী ?

৪.৪ টীকা লেখো : বদ্বীপ।

৪.৫ নিলনদের মিম্ন অংশে বন্যা হয় কেন ?

৪.৬ টীকা লেখো : ভেল্ড

৫। নিচে যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৫x২=১০

৫.১ উদাহরণ ও চিত্রসহ পর্বতের শ্রেণিবিভাগ করে বর্ণনা দাও।

৫.২ মালভূমির শ্রেণিবিভাগ করে আলোচনা করো।

৫.৩ মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো।

৫.৪ আফ্রিকার সাভানা ও ভূমধ্যসাগরীয় উদ্ভিদ সম্বন্ধে আলোচনা করো।

📌আরও পড়ুনঃ

📌 সপ্তম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 সপ্তম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণির ভূগোল প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি গণিত সমাধান Click Here

Leave a Reply

  • Post comments:0 Comments
  • Reading time:3 mins read