ভাষা পাঠ
বাংলা | পঞ্চম শ্রেণি
লিঙ্গ প্রশ্ন উত্তর তৃতীয় অধ্যায় পঞ্চম শ্রেণি বাংলা ব্যাকরণ ভাষা পাঠ | Lingo Question Answer Class 5 Bengali wbbse
📌পঞ্চম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌পঞ্চম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
লিঙ্গ
তৃতীয় অধ্যায়
হাতেকলমে প্রশ্নের উত্তর : লিঙ্গ প্রশ্ন উত্তর তৃতীয় অধ্যায় পঞ্চম শ্রেণি বাংলা ব্যাকরণ ভাষা পাঠ | Lingo Question Answer Class 5 Bengali wbbse
১। নীচের বাক্যগুলিতে পুংলিঙ্গবাচক শব্দগুলিকে বদলে বাক্যগুলি পুনরায় লেখো:
১.১. রমেশের দাদা কলেজের অধ্যাপক।
উত্তরঃ রমেশের দিদি কলেজের অধ্যাপিকা।
১.২. বৃদ্ধের আগমনে শিক্ষক-মহাশয় উঠে দাঁড়ালেন।
উত্তরঃ বৃদ্ধার আগমনে শিক্ষিকা-মহাশয়া উঠে দাঁড়ালেন।
১.৩ রবীন্দ্রসংগীতের গায়ক হিসেবে ভদ্রলোকের সুনাম আছে।
উত্তরঃ রবীন্দ্রসংগীতের গায়িকা হিসেবে ভদ্রমহিলার সুনাম আছে।
১.৪. সুমনের দাদু একটি পত্রিকার প্রকাশক।
উত্তরঃ সুমনের দিদা একটি পত্রিকার প্রকাশিকা।
২। নীচের বাক্যগুলিতে স্ত্রীলিঙ্গবাচক শব্দগুলিকে বদলে বাক্যগুলি পুনরায় লেখো:
২.১. ভাগ্নি-বোনঝিদের সঙ্গে নিয়ে মাসি বেড়াতে যাচ্ছেন।
উত্তরঃ ভাগ্নে-বোনপোদের সঙ্গে নিয়ে মামা বেড়াতে যাচ্ছেন।
২.২ গিন্নি-মায়ের আদেশে সকলে একসঙ্গে চলল।
উত্তরঃ কর্তাবাবুর আদেশে সকলে একসঙ্গে চলল।
২.৩. পাঠিকাদের সমাগমে লেখিকা একে একে সব প্রশ্নের উত্তর দিলেন।
উত্তরঃ পাঠকদের সমাগমে লেখক একে একে সব প্রশ্নের উত্তর দিলেন।
৩। লিঙ্গ পরিবর্তন করো:
৩.১. পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ:
গুরু, তরুণ, কবি, সাহেব, বিদ্বান, অন্যতম, অনন্য, পুত্র, জেঠু, সন্ন্যাসী।
পুংলিঙ্গ | স্ত্রীলিঙ্গ |
গুরু | গুরু-পত্নী |
তরুণ | তরুণী |
কবি | মহিলা কবি |
সাহেব | মেম |
বিদ্বান | বিদুষী |
অন্যতম | অন্যতমা |
অনন্য | অনন্যা |
পুত্র | কন্যা |
জেঠু | জেঠি |
সন্ন্যাসী | সন্ন্যাসিনী |
৩.২. স্ত্রীলিঙ্গ থেকে পুংলিঙ্গ :
মেয়ে, ঠাকুমা, মহারানি, জ্যেষ্ঠিমা, কনিষ্ঠা, নায়িকা, পূজনীয়া, বাঘিনি, সুস্মিতা, বাঁদর।
স্ত্রীলিঙ্গ | পুংলিঙ্গ |
মেয়ে | ছেলে |
ঠাকুমা | ঠাকুরদা |
মহারানি | মহারাজা |
জ্যেষ্ঠিমা | জ্যেষ্ঠা |
কনিষ্ঠা | কনিষ্ঠ |
নায়িকা | নায়ক |
পূজনীয়া | পূজনীয় |
বাঘিনি | বাঘ |
সুস্মিতা | সুস্মিত |
বাঁদর | ছেলে-বাঁদর |
অতিরিক্ত প্রশ্ন উত্তর : লিঙ্গ প্রশ্ন উত্তর তৃতীয় অধ্যায় পঞ্চম শ্রেণি বাংলা ব্যাকরণ ভাষা পাঠ | Lingo Question Answer Class 5 Bengali wbbse
১. ‘পর্বত’ কোন্ লিঙ্গের উদাহরণ – (পুংলিঙ্গা / ক্লীবলিঙ্গা / উভয়লিঙ্গ / স্ত্রীলিঙ্গ)।
উত্তরঃ ক্লীবলিঙ্গা।
২. বাংলায় লিঙ্গের প্রকার – (এক / দুই / তিন / চার)।
উত্তরঃ দুই
৩. ‘সন্তান’ শব্দটি কোন্ লিঙ্গ ? (ক) স্ত্রী, (খ) পুরুষ, (গ) উভয়, (ঘ) ক্লীব।
উত্তরঃ উভয়
৪. বরুণ এর স্ত্রীলিঙ্গবাচক শব্দ হবে (বরুণী / বরুনাণী / বারুণী /কোনোটিই নয়)।
উত্তরঃ বরুনাণী
৫. ‘গয়লা’ শব্দের লিঙ্গ পরিবর্তন করলে হবে -(গোয়ালা / গয়লানি / গোলা / গোয়ালানি)।
উত্তরঃ গয়লানি
৬. ‘ঠাকুর’ শব্দের লিঙ্গ পরিবর্তন করলে হবে -(ঠাকুরানি / ঠাকরানি / ঠাকুরআনি / কোনোটিই নয়)।
উত্তরঃ ঠাকুরানি।
৭. ‘জ্যেষ্ঠা’ শব্দটি কোন্ লিঙ্গ ? (ক) পুরুষ, (খ) স্ত্রী, (গ) উভয়, (ঘ) ক্লীব।
উত্তরঃ স্ত্রী
৮. ‘শিশু’ শব্দটি কোন্ লিঙ্গ ? (ক) পুরুষ, (খ) স্ত্রী, (গ) উভয়, (ঘ) ক্লীব।
উত্তরঃ উভয় লিঙ্গ।
৯. ‘লোকজন’ শব্দটি কোন্ লিঙ্গ ? (ক) পুংলিঙ্গ, (খ) স্ত্রীলিঙ্গ, (গ) ক্লীবলিঙ্গ, (ঘ) উভয়লিঙ্গ।
উত্তরঃ (ঘ) উভয়লিঙ্গ
১০. ‘প্রথমা’ হল ‘প্রথম’ শব্দটির– (পুংলিঙ্গবাচক শব্দ / স্ত্রীলিঙ্গবাচক শব্দ / উভলিঙ্গবাচক শব্দ / কোনোটিই নয়)।
উত্তরঃ স্ত্রীলিঙ্গবাচক শব্দ।
১১. ‘তরুণী’ হল ‘তরুণ’ শব্দটির– (পুংলিঙ্গবাচক শব্দ / স্ত্রীলিঙ্গবাচক শব্দ / উভলিঙ্গবাচক শব্দ / কোনোটিই নয়)।
উত্তরঃ স্ত্রীলিঙ্গবাচক শব্দ।
১২. ‘শিবানী’ হল ‘শিব’ শব্দটির– (পুংলিঙ্গবাচক শব্দ / স্ত্রীলিঙ্গবাচক শব্দ / উভলিঙ্গবাচক শব্দ / কোনোটিই নয়)।
উত্তরঃ স্ত্রীলিঙ্গবাচক শব্দ।
১৩. ‘পাঠিকা’ হল ‘পাঠক’ শব্দটির– (পুংলিঙ্গবাচক শব্দ / স্ত্রীলিঙ্গবাচক শব্দ / উভলিঙ্গবাচক শব্দ / কোনোটিই নয়)।
উত্তরঃ স্ত্রীলিঙ্গবাচক শব্দ।
১৪. ‘পেতনি’ হল ‘ভূত’ শব্দটির– (পুংলিঙ্গবাচক শব্দ / স্ত্রীলিঙ্গবাচক শব্দ / উভলিঙ্গবাচক শব্দ / কোনোটিই নয়)।
উত্তরঃ স্ত্রীলিঙ্গবাচক শব্দ।
১৫. ‘সদস্য’ হল ‘সদস্যা’ শব্দটির– (পুংলিঙ্গবাচক শব্দ / স্ত্রীলিঙ্গবাচক শব্দ / উভলিঙ্গবাচক শব্দ / কোনোটিই নয়)।
উত্তরঃ পুংলিঙ্গবাচক শব্দ।
১৬. ‘ধোপা’ হল ‘ধোপানি’ শব্দটির– (পুংলিঙ্গবাচক শব্দ / স্ত্রীলিঙ্গবাচক শব্দ / উভলিঙ্গবাচক শব্দ / কোনোটিই নয়)।
উত্তরঃ পুংলিঙ্গবাচক শব্দ।
১৭. ‘বালক’ হল ‘বালিকা’ শব্দটির– (পুংলিঙ্গবাচক শব্দ / স্ত্রীলিঙ্গবাচক শব্দ / উভলিঙ্গবাচক শব্দ / কোনোটিই নয়)।
উত্তরঃ পুংলিঙ্গবাচক শব্দ।
১৮. ‘বুদ্ধিমান’ হল ‘বুদ্ধিমতী’ শব্দটির– (পুংলিঙ্গবাচক শব্দ / স্ত্রীলিঙ্গবাচক শব্দ / উভলিঙ্গবাচক শব্দ / কোনোটিই নয়)।
উত্তরঃ পুংলিঙ্গবাচক শব্দ।
১৯. ‘রাম বাবু একজন শিক্ষক’- এখানে ‘শিক্ষক’ শব্দটি—
(পুংলিঙ্গবাচক শব্দ / স্ত্রীলিঙ্গবাচক শব্দ / উভলিঙ্গবাচক শব্দ / কোনোটিই নয়)।
উত্তরঃ পুংলিঙ্গবাচক শব্দ।
২০. ‘মানুষ মরণশীল’- এখানে ‘মানুষ’ শব্দটি—
(পুংলিঙ্গবাচক শব্দ / স্ত্রীলিঙ্গবাচক শব্দ / উভলিঙ্গবাচক শব্দ / কোনোটিই নয়)।
উত্তরঃ উভলিঙ্গবাচক শব্দ।
২১. ‘টেবিলটা ছড়িয়ে দাও’- এখানে ‘টেবিলটা’ শব্দটি—
(পুংলিঙ্গবাচক শব্দ / স্ত্রীলিঙ্গবাচক শব্দ / উভলিঙ্গবাচক শব্দ / ক্লীবলিঙ্গ)।
উত্তরঃ ক্লীবলিঙ্গ।
২২. ‘বইগুলো টেবিলের উপর রাখো’- এখানে ‘বই’ শব্দটি—
(পুংলিঙ্গবাচক শব্দ / স্ত্রীলিঙ্গবাচক শব্দ / উভলিঙ্গবাচক শব্দ / ক্লীবলিঙ্গ)।
উত্তরঃ ক্লীবলিঙ্গ।
• নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও :
১. ‘লিঙ্গ’ শব্দের অর্থ কী ?
উত্তরঃ ‘লিঙ্গ’ শব্দের অর্থ হল চিহ্ন বা লক্ষণ।
২. ‘লিঙ্গ’ কাকে বলে ?
উত্তরঃ যে লক্ষণ বা চিহ্ন দ্বারা কোনো পদ বা শব্দ পুরুষজাতীয় নাকি স্ত্রীজাতীয় নারী ও পুরুষজাতীয়ই নয়, তা বোঝা যায় সেই লক্ষণ বা চিহ্নকে ‘লিঙ্গ’ বলা হয়।
৩. ‘লিঙ্গ’ কত প্রকার ও কী কী ?
উত্তরঃ ‘লিঙ্গ’ সাধারণত চার প্রকার।
যথা– পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভলিঙ্গ এবং ক্লীবলিঙ্গ।
৪. পুংলিঙ্গ কাকে বলে ? উদাহরণ দাও।
উত্তরঃ যেসব শব্দের মধ্য দিয়ে পুরুষজাতীয় প্রাণীকে বোঝায়, তাদের বলে পুংলিঙ্গ শব্দ। যেমন-ছেলে, শিক্ষক, পিতা, বুদ্ধিমান, রাজা ইত্যাদি।
৫. স্ত্রীলিঙ্গ কাকে বলে ? উদাহরণ দাও।
উত্তরঃ যেসব শব্দের মধ্য দিয়ে নারীজাতীয় প্রাণীকে বোঝায়, তাদের বলে স্ত্রীলিঙ্গ শব্দ। যেমন-মেয়ে, শিক্ষিকা, মাতা, বুদ্ধিমতী, রানি ইত্যাদি।
৬. উভলিঙ্গ কাকে বলে ? উদাহরণ দাও।
উত্তরঃ যেসব শব্দের মধ্য দিয়ে নারী এবং পুরুষ উভয়কেই বোঝানো হয়, তাকে উভলিঙ্গ শব্দ বলে। যেমন– শিশু, সন্তান, লোকজন, মানুষ ইত্যাদি।
৭. ক্লীবলিঙ্গ কাকে বলে ? উদাহরণ দাও।
উত্তরঃ যেসব শব্দের দ্বারা নারী, পুরুষ কোনোটিই বোঝায় না, তাদের ক্লীবলিঙ্গ। যেমন-ঘর, টেবিল, চেয়ার, ফুল, পাহাড় ইত্যাদি।
• নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
(ক) আ, ঈ যুক্ত করে ঈশান এবং সবল শব্দের লিঙ্গ পরিবর্তন করো।
উত্তরঃ
ঈশান + ঈ = ঈশানী।
সবল + আ = সবলা।
(খ) ‘দাদা’ শব্দটির ‘পত্নী’ এবং ‘অপত্নী’ অর্থে লিঙ্গান্তর দেখাও।
উত্তরঃ দাদা > বৌদি (‘পত্নী’ অর্থে)। দাদা > দিদি (‘অপত্নী’ অর্থে)।
📌 আরো দেখুনঃ
📌পঞ্চম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌 আরো দেখুনঃ
📌পঞ্চম শ্রেণির ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
◆ দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্নোত্তর