2ND SUMMATIVE EVALUATION
CLASS 7 (VII) WBBSE
GEOGRAPHY QUESTION PAPER
Set-1
Class 7 Geography 2nd Unit Test Question Paper Set-1 wbbse | সপ্তম শ্রেণির ভূগোল দ্বিতীয় ইউনিট টেস্ট সেট-১
📌 সপ্তম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 সপ্তম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫
সপ্তম শ্রেণি
বিষয় : ভূগোল
পূর্ণমান-৫০ সময় : ১ ঘণ্টা ৪০ মিনিট
১। সঠিক উত্তরটি নির্বাচন করো : ১x১০=১০
১.১ নীলনদের দৈর্ঘ্য—
(ক) ৬৫৬০ কিমি. (খ) ৬৬০০ কিমি.
(গ) ৬৬৫০ কিমি. (ঘ) ৬৭০০ কিমি.
উত্তরঃ (গ) ৬৬৫০ কিমি।
১.২ নিম্নপ্রবাহে নদীর মূল কাজ—
(ক) ক্ষয় (খ) বহন (গ) সঞ্চয় (ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (গ) সঞ্চয়।
১.৩ মরুভূমির উটের দলকে বলে—
(ক) মরূদ্যান (খ) তুয়ারেগ (গ) ক্যারাভান (ঘ) মরুভ্যান
উত্তর (গ) ক্যারাভান।
১.৪ যেসব অঞ্চল শক্ত পাথরে ভর্তি, বালির অস্তিত্ব চোখেই পড়ে না, তাহল—
(ক) হামাদা (খ) আর্গ (গ) ওয়াদি (ঘ) রেগ
উত্তরঃ (ক) হামাদা।
১.৫ আগ্নেয় শিলার উদাহরণ—
(ক) চুনাপাথর (খ) মারবেল (গ) ব্যাসল্ট
(ঘ) বেলেপাথরের
উত্তরঃ (গ) ব্যাসল্ট।
১.৬ হিমালয় একটি—
(ক) ভঙ্গিল পর্বত (খ) স্তূপ পর্বত
(গ) আগ্নেয় পর্বত (ঘ) ক্ষয়জাত পর্বত
উত্তর (ক) ভঙ্গিল পর্বত
১.৭ পৃথিবীবিখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাতটি সৃষ্টি হয়েছে __________ নদীর গতিপথে।
(ক) নীলনদে (খ) নাইজারে
(গ) নাইজার (ঘ) জাম্বেসি
উত্তর (ঘ) জাম্বেসি।
১.৮ নিরক্ষীয় অঞ্চলে সৃষ্টি হয়েছে—
(ক) নিম্নচাপ বলয় (খ) উচ্চচাপ বলয়
(গ) ঊর্ধ্বচাপ বলয় (ঘ) সমচাপ বলয়
উত্তর (ক) নিম্নচাপ বলয়।
১.৯ ভূ-পৃষ্ঠে বায়ুর চাপ পরিলক্ষিত হয়—
(ক) একমুখী (খ) উভমুখী (গ) সর্বমুখী
(ঘ) কোনোটিই নয়
উত্তর (গ) সর্বমুখী।
১.১০ আফ্রিকা মহাদেশের দক্ষিণ-পশ্চিমে–
(ক) সাহারা মরুভূমি অবস্থিত
(খ) নামিব মরুভূমি অবস্থিত
(গ) নুবিয়ান মরুভূমি অবস্থিত
(ঘ) সোনেরান মরুভূমি অবস্থিত
উত্তর(খ) নামিব মরুভূমি অবস্থিত
২। একটি বা দুটি কথায় উত্তর দাও: ১x১০=১০
২.১ পৃথিবীর সবথেকে উঁচু পর্বতশৃঙ্গ কী ?
উত্তরঃ মাউন্ট এভারেস্ট।
২.২ ‘পৃথিবীর ছাদ’ কাকে বলা হয় ?
উত্তরঃ পামির মালভূমি।
২.৩ ভারতে অবস্থিত একটি স্তূপ পর্বতের নাম লেখো।
উত্তরঃ সাতপুরা।
২.৪ নীলনদের তীরে কোন্ সভ্যতা গড়ে উঠেছিল ?
উত্তরঃ মিশরীয় সভ্যতা।
২.৫ দুটি আগ্নেয় পর্বতের নাম লেখো।
উত্তরঃ ভারতের ব্যারেন, জাপানের ফুজিয়ামা।
২.৬ কোন্ শিলায় একমাত্র জীবাশ্ম দেখা যায় ?
উত্তরঃ পাললিক।
২.৭ ইস্পাত কারখানায় কোন্ পাথর ব্যবহার করা হয় ?
উত্তরঃ চুনাপাথর।
২.৮ দাক্ষিণাত্যের মালভূমি কী ধরনের মালভূমির উদাহরণ ?
উত্তরঃ লাভা মালভূমি।
২.৯ তাজমহল কোন্ শিলা দিয়ে তৈরি হয়েছে ?
উত্তরঃ রূপান্তরিত শিলা (মার্বেল)।
২.১০ মাউন্ট তৌবকল কোন্ পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ ?
উত্তরঃ এটলাস।
২.১১ কাকে ‘নীলনদের দান’ বলা হয় ?
উত্তরঃ মিশর।
৩. সংক্ষেপে উত্তর দাও : ২x৪=৮
(ক) ‘টেবিলল্যান্ড’ কাকে ও কেন বলে ?
উত্তরঃ মালভূমির উপরিভাগ টেবিলের মতো সমতল হয় ও চারপাশটা টেবিলের পায়ার মতো ঢালু এবং খাড়া থাকে। সেজন্যই মালভূমিকে টেবিলল্যান্ড বলা হয়।
অথবা, জলপ্রপাত কাকে বলে ?
উত্তরঃ নদীর গতিপথে কঠিন ও নরম শিলা আনুভূমিকভাবে অবস্থান করলে নদী নরম পাথরকে বেশি ক্ষয় করে, তাই শক্ত ও নরম পাথরের মধ্যে ধাপের সৃষ্টি হয়। তখন নদী শক্ত পাথরের উপর থেকে নীচে নরম পাথরের ওপর ঝাঁপিয়ে পড়ে। একে জলপ্রপাত বলে।
(খ) আর্গ কাকে বলে ?
উত্তরঃ সাহারা মরুভূমি অঞ্চলে বালির স্তূপ জমা হয়ে ছোটো পাহাড়ের মতো তৈরি করে একে আর্গ বলে।
অথবা, ক্যারাভান কাকে বলে ?
উত্তরঃ উট সাহারার অধিবাসীদের যাতায়াতের প্রধান মাধ্যম। মরুভূমিতে দল বেঁধে যখন উট চলে তখন সেই উটের দলকে ক্যারাভ্যান বলে।
(গ) লাভাগঠিত মালভূমি কাকে বলে ?
উত্তরঃ অনেক সময় ভূগর্ভস্থ ম্যাগমা ভূত্বকের কোন ফাটল বা দুর্বল অংশের মধ্যে দিয়ে নির্গত হয়ে ভূপৃষ্ঠে লাভারূপে সঞ্চিত হয় এবং ধীরে ধীরে ঠাণ্ডা ও কঠিন হয়ে মালভূমি সৃষ্টি করে। একে লাভাগঠিত মালভূমি বলে।
অথবা, ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে ?
উত্তরঃ বৃষ্টিপাত, নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ প্রভৃতি বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে প্রাচীন মালভূমি ও উচ্চভূমির কোমল শিলাস্তর ক্ষয় পায় এবং অপসারিত হয়, ফলে মালভূমির মাঝের কঠিন শিলাস্তর পাহাড় রূপে অবস্থান করে। এই মালভূমির মধ্যে দিয়ে নদী প্রবাহিত হলে পাহাড়গুলি বিচ্ছিন্ন হয়ে পড়ে। এইভাবে বিভিন্ন নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন মালভূমিকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে। যেমন : ভারতের ছোটোনাগপুর মালভূমি।
(ঘ) ধারণ অববাহিকা কাকে বলে ?
উত্তরঃ ছোট ছোট অসংখ্য জলধারার মিলনের ফলে একটি বড়ো নদীর সৃষ্টি হয়। মূলত পার্বত্য অঞ্চলের যে অংশে বরফ গলা বা বৃষ্টির জল দ্বারা সৃষ্ট ছোট ছোট নদী গুলি প্রবাহিত হয়ে পর্বতের পাদদেশে এসে একত্রে মিলিত হয়, সেই পার্বত্য অংশকে নদীর ধারণ অববাহিকা বলে।
অথবা, জলবিভাজিকা বলতে কী বোঝ ?
উত্তরঃ পার্বত্য অঞ্চলের যে উঁচু ভূভাগ বা পর্বতের চূড়া দুটি ধারণ অববাহিকাকে পৃথক করে, তাকে জলবিভাজিকা বলে।
৪। টীকা লেখো (যে-কোনো চারটি) : ৩×৪=১২
(ক) অশ্বক্ষুরাকৃতি হ্রদ (খ) পাললিক শিলা (গ) ওয়াদি ও হামাদা (ঘ) স্তূপ পর্বত (ঙ) পর্বতবেষ্টিত মালভূমি
৫। নীচের প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও : ৫×২=১০
(ক) নদীর উচ্চ প্রবাহ এবং নদীর কার্যের ফলে সৃষ্ট যে-কোনো একটি ভূমিরূপের পরিচয় দাও। (ছবিসহ) ৫
উত্তরঃ ভূগোল বই ৫৪ পৃষ্ঠা।
(খ) মাটির সৃষ্টি নিয়ন্ত্রক সম্পর্কে লেখ। ৫
উত্তরঃ ভূগোল বই ৬৩ পৃষ্ঠা।
অথবা, নীল নদের গতিপথ বর্ণনা বর্ণনা কর।
উত্তরঃ ভূগোল বই ১০৬ পৃষ্ঠা।
📌আরও পড়ুনঃ
📌 সপ্তম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 সপ্তম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণির ভূগোল প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি গণিত সমাধান Click Here