মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র ২০২৩ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ | Madhyamik Physical Science Question Paper 2023 wbbse
2023 Physical Science Question Paper with answers for Madhyamik students of West Bengal Board of Secondary Education. Question and Answers of the question paper are given below.
মাধ্যমিক শিক্ষা সংসদের অধীন ছাত্র ছাত্রীদের জন্য ২০২৩ সালের উত্তরসহ ভৌতবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র।
📌মাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র সমস্ত বিষয় | Madhyamik Previous Years Question Paper All Subject CLICK HERE
2023
PHYSICAL SCIENCE
(For Regular & External Candidates)
Time: Three Hours Fifteen Minutes
(First fifteen minutes for reading the question paper)
Full Marks—
90- For Regular Candidates
100- For External Candidates
Special credit will be given for answers which are brief and to the point, Marks will be deducted for spelling mistakes, unidiness & bad handwriting
কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের ‘ঙ’ বিভাগের প্রশ্নগুলির উত্তর দিতে হবে।
প্রান্তিক সংখ্যাগুলি প্রতিটি প্রশ্নের পূর্ণমান নির্দেশ করছে।
‘ক’ বিভাগ
1. বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নীচে উত্তর হিসেবে চারটি করে বিকল্প দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: 1×15
1.1 নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে ?
(a) CO₂ (b) Ar (c) CFC (d) He
উত্তরঃ (c) CFC
1.2 4g H2 গ্যাসের জন্য STP তে PV এর মান কত ? (H= 1)
(a) RT (b) 2 RT (c) 4RT (d) 0.5 RT
উত্তরঃ (b) 2 RT
1.3 12g C কে সম্পূর্ণরূপে পুড়িয়ে CO₂ তৈরি করতে কত গ্রাম O₂ লাগবে ?
(C=12, O=16)
(a) 32g (b) 12 g (c) 16g (d) 44
উত্তরঃ (a) 32g
1.4 তরলের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে ?
(a) 0 (b) 1 (c) 2 (d) 3
উত্তরঃ (c) 2
1.5 প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বনিম্ন সে হল—
(a) হলুদ (b) কমলা (c) লাল (d) বেগুনি
উত্তরঃ (c) লাল
1.6 কোনও অবতল দর্পণে প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে 45° কোণ উৎপন্ন করলে
আপতন কোণের মান হবে—
(a) 90° (b) 22.50° (c) 135° (d) 45°
উত্তরঃ (d) 45°
1.7 পরিবাহিতাঙ্কের একক কোনটি ?
(a) mho.metre⁻¹ (b) ohm.metre⁻¹
(c) mho.metre (d) ohm.metre
উত্তরঃ (a) mho.metre⁻¹
1.8 40 ohm রোধবিশিষ্ট একটি পরিবাহীর মধ্যে দিয়ে 0.2 ampere তড়িৎ প্রবাহিত হলে, পরিবাহীটির দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ কত ?
(a) 0.5 volt (b) volt (c) 6 volt (d) 8 volt
উত্তরঃ (d) 8 volt
1.9 α-, β- γ- রশ্মির ভেদন ক্ষমতার সঠিক ক্রম হল—
(a) γ > α > β (b) γ > β > α
(c) α > β > γ (d) β > γ > α
উত্তরঃ (b) γ > β > α
1.10 দীর্ঘ পর্যায় সারণির চতুর্থ পর্যায়ে কতগুলি মৌলিক পদার্থ আছে ?
(a) 8 (b) 32 (c) 16 (d) 18
উত্তরঃ (d) 18
1.11 CaO গঠনে কয়টি ইলেকট্রন Ca পরমাণু থেকে O পরমাণুতে স্থানান্তরিত হয় ? (অক্সিজেন ও ক্যালশিয়ামের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 8 ও 20)
(a) 0 (c) 2 (b) 1 (d) 3
উত্তরঃ (c) 2
1.12 তড়িবিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে যে গলিত মিশ্রণ ব্যবহার করা হয় তাতে ক্রায়োলাইট ও ফ্লুওরস্পারের সঙ্গে নীচের কোনটি থাকে ?
(a) অনার্স অ্যালুমিনিয়াম ক্লোরাইড
(b) অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড
(c) অ্যালুমিনিয়াম সালফেট
(d) বিশুদ্ধ অ্যালুমিনা
উত্তরঃ (d) বিশুদ্ধ অ্যালুমিনা
1.13 N₂ গ্যাসের পরীক্ষাগার প্রস্তুতির জন্য নীচের কোন যৌগদুটির মিশ্র জলীয় দ্রবণ ব্যবহার করা হয় ?
(a) NaNO₂ ও NH₄CI
(b) NaNO₃ NH₄CH
(c) NaCl ও NH₄NO₃
(d) NaNO₃ ও NH₄NO₃
উত্তরঃ (a) NaNO₂ ও NH₄CI
1.14 নীচের কোটি জিঙ্কের আকরিক জিঙ্ক ব্লেন্ডের সংকেত ?
(a) ZnO (b) ZnS (c) ZnCO₃
(d) ZnSO₄
উত্তরঃ (b) ZnS
1.15. নীচের কোনটি একটি অ্যালকোহল ?
(a) CH₃OCH₃ (b) CH₃CHO
(c) CH₃COOH (d) CH₃CH₂OH
উত্তরঃ (d) CH₃CH₂OH
‘খ’ বিভাগ
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) :
2.1 বায়ুমণ্ডলে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটি গ্রিনহাউস গ্যাস নয়। 1
উত্তরঃ বায়ুমন্ডলের প্রধান উপাদান সমূহ যেমন— নাইট্রোজেন(N₂), অক্সিজেন(O₂), এবং আর্গন(Ar) গ্রিনহাউস গ্যাস নয়।
2.2 কয়লার একটি নমুনার তাপন-মূল্য 30,000 kJkg⁻¹ বলতে কী বোঝায় ?
উত্তরঃ 1 kg কয়লা থেকে 30,000 kJ তাপ পাওয়া যায়।
অথবা,
স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য বায়ুশক্তি ব্যবহার করা যায় কেন ? 1
উত্তরঃ কারণ এটি অনুরন্ত ও এতে পরিবেশ দূষিত হয় না।
2.3 কোনও চাপে নির্দিষ্ট ভরের কোনও গ্যাসের 0°C উয়তায় আয়তন V₀ ; চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটির উয়তা 1°C বৃদ্ধি করলে চার্লসের সূত্র অনুযায়ী গ্যাসটির আয়তন বৃদ্ধির পরিমাণ কত হবে ? 1
উত্তরঃ V0 × `frac1(273)`
2.4 STP তে 1 L H₂ গ্যাসে ও 4 L CO₂ গ্যাসে উপস্থিত অণুর সংখ্যার অনুপাত কত হবে ?
উত্তরঃ 1 : 4
2.5 নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো:
কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সেলসিয়াস স্কেল ও কেলভিন স্কেলে একই হয়। 1
উত্তরঃ সত্য।
অথবা,
হিরে, লোহা ও রুপোকে তাপ পরিবাহিতাঙ্কের নিম্নক্রমে সাজাও। 1
উত্তরঃ হিরো > রূপো > লোহা।
2.6 উত্তল দর্পণের একটি ব্যবহার লেখো। 1
উত্তরঃ রিয়ার ভিউ মিরর হিসেবে ব্যবহার করা হয়।
2.7 অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল কোনও রশ্মি অবতল দর্পণের দ্বারা প্রতিফলনের পর কোন্ পথে যায় ? 1
উত্তরঃ ফোকাস দিয়ে যায়।
2.8 একই দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদ বিশিষ্ট লোহা ও তামার তারের দুপ্রান্তে একই বিভব প্রভেদ প্রয়োগ করলে তার দুটির মধ্যে দিয়ে কি সমপরিমাণ তড়িৎ প্রবাহিত হয় ? 1
উত্তরঃ না।
2.9 একটি ধাতব পরিবাহীর ক্ষেত্রে ওহম সূত্র অনুযায়ী I-V লেখচিত্র অঙ্কন করো। 1
উত্তরঃ
2.10 পারমাণবিক শক্তির একটি শান্তিপূর্ণ ব্যবহার উল্লেখ করো। 1
উত্তরঃ বিদ্যুৎ উৎপাদন।
অথবা,
শূন্যস্থান পূরণ করো : γ-রশ্মি হল ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের _________________ তরঙ্গ। 1
উত্তরঃ তড়িৎ চুম্বকীয়।
2.11 বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করো। 4
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
2.11.1 একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু | (a) Fe |
2.11.2 ধাতু সংকর ইনভার এ যে ধাতুটি শতকরা সর্বোচ্চ পরিমাণে থাকে | (b) Zn |
2.11.3 একটি ক্ষার ধাতু | (c) Ca |
2.11.4 আয়রনের মরিচা রোধে যে ধাতুটির প্রলেপ দেওয়া হয় | (d) K |
উত্তরঃ
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
2.11.1 একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু | (c) Ca |
2.11.2 ধাতু সংকর ইনভার এ যে ধাতুটি শতকরা সর্বোচ্চ পরিমাণে থাকে | (a) Fe |
2.11.3 একটি ক্ষার ধাতু | (d) K |
2.11.4 আয়রনের মরিচা রোধে যে ধাতুটির প্রলেপ দেওয়া হয় | (b) Zn |
2.12 নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো :
মূলত একটি সুস্থিত জালক আকার উৎপন্ন হওয়ার জন্যই আয়নীয় যৌগ গঠন হওয়া সম্ভবপর হয়। 1
উত্তরঃ সত্য।
2.13 তড়িবিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে কোন্ তড়িদ্বারের ভর বৃদ্ধি পায় ? 1
উত্তরঃ ক্যাথোড।
অথবা,
রুপোর ওপর গোল্ডের তড়িৎলেপনে তড়িবিশ্লেষ্য রূপে কী ব্যবহৃত হয় ? 1
উত্তরঃ সাধারণত পটাশিয়াম অরোসায়ানাইড ব্যবহৃত হয়।
2.14 শূন্যস্থান পূরণ করো :
তড়িবিশ্লেষণের সময় তড়িদবিশ্লেষ্যের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে _______________। 1
উত্তরঃ আয়ন।
2.15 N₂ এর আপেক্ষিক রাসায়নিক নিষ্ক্রিয়তার একটি কারণ উল্লেখ করো। 1
উত্তরঃ এর মধ্যে উপস্থিত শক্তিশালী ত্রিবন্ধন। এই ত্রিবন্ধন ভাঙতে প্রচুর শক্তির প্রয়োজন হয়, তাই স্বাভাবিক অবস্থায় এটি সহজে অন্য কোনো পদার্থের সাথে বিক্রিয়া করে না।
অথবা,
ইউরিয়ার উৎপাদনে ব্যবহৃত দুটি পদার্থের মধ্যে একটি কার্বন ডাইঅক্সাইড, অপরটি কী ? 1
উত্তরঃ অ্যামোনিয়া।
2.16 বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলের নাইট্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় কোন্ যৌগ উৎপন্ন হয় ?
উত্তরঃ বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলের নাইট্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় নাইট্রোজেন মনোক্সাইড (NO) এবং নাইট্রোজেন ডাই অক্সাইড (NO2) উৎপন্ন হয়।
2.17. CH₃CH = CH₂ এর IUPAC নাম লেখো। 1
উত্তরঃ প্রোপিন।
অথবা,
মিথেনে কার্বনের চারটি যোজ্যতা কীভাবে বিন্যস্ত থাকে ? 1
উত্তরঃ
2.18 ডিনেচার্ড স্পিরিটের একটি ব্যবহার লেখো। 1
উত্তরঃ ডিনেচার্ড স্পিরিট বা সাধারণত দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়। এটি বিভিন্ন শিল্পকারখানায় পরিষ্কারক বা দ্রাবক হিসাবে ব্যবহার করা হয়।
‘গ’ বিভাগ
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 2×9
3.1 ভবিষ্যতে পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়নের দুটি সম্ভাব্য প্রভাবের উল্লেখ করো। 2
3.2 17°C উয়তায় ও 750 mmHg চাপে নির্দিষ্ট ভরের একটি গ্যাস 580 cm³ আয়তন অধিকার করে। ওই চাপে 47°C উষ্ণতায় গ্যাসটি কত আয়তন অধিকার করবে ? 2
অথবা,
সমভরের দুটি গ্যাস STP তে যথাক্রমে 4480 ml এবং 5600 ml আয়তন অধিকার করে। গ্যাসদুটির মোলার ভরের অনুপাত নির্ণয় করো। 2
3.3 আলোর প্রতিসরণের স্নেল এর সূত্রটি লেখো। 2
উত্তরঃ স্নেলের সূত্র
স্নেলের সূত্র অনুসারে ( sin i ) / (sin r) = μ
বা, sin i = μ sin r যেখানে μ একটি ধনাত্মক রাশি।
এখন আপাতন কোন i = 0° হলে, μ. sin r = 0
বা, sin r = 0 (যেহেতু μ ≠ 0)
অতএব, r = 0
অর্থাৎ, কোন মাধ্যম থেকে আগত আলোকরশ্মি দ্বিতীয় কোন মাধ্যমের তলের উপর লম্বভাবে আপতিত হলে ওই রশ্মি সোজাসুজিভাবে দ্বিতীয় মাধ্যমে প্রতিসৃত হবে।
অথবা,
কোনও পাতলা উত্তল লেন্সের আলোককেন্দ্র ও ফোকাসের মধ্যে কোনও বিস্তৃত বস্তু রাখলে বস্তুটির যে প্রতিবিম্ব গঠিত হয় তার দুটি বৈশিষ্ট্য লেখো। 2
3.4 বৈদ্যুতিক হিটারের তার ও ফিউজ তারের প্রতিটির একটি করে বৈশিষ্ট্য লেখো। 2
3.5 CH₄ এর লুইস ডট ডায়াগ্রাম এঁকে দেখাও যে CH₄ সমযোজী বন্ধন দ্বারা গঠিত। (H ও C এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 136) 2
3.6 সোডিয়াম ক্লোরাইডের একটি ধর্মের সাহায্যে দেখাও যে সোডিয়াম ক্লোরাইড আয়ন দিয়ে গঠিত। 2
অথবা,
কীভাবে সোডিয়াম ক্লোরাইডে আয়নীয় বন্ধন গঠিত হয় দেখাও। (Na ও Cl এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 11 ও 17) 2
3.7 Pb(NO₃)₂ এর জলীয় দ্রবণে H₂S গ্যাস চালনা করলে কী ঘটে সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। 2
3.8 তড়িবিশ্লেষণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশনে নীচের বিক্রিয়াটি কোন্ তড়িদ্বারে ঘটে ?
Mⁿ⁺ + ne ⇋ M(M – ধাতু)
বিক্রিয়াটি জারণ না বিজারণ বিক্রিয়া ? যুক্তিসহ উত্তর দাও।
অথবা,
অ্যালুমিনিয়ামের একটি ব্যবহার উল্লেখ করো। আগ্নিক খাদ্য অ্যালুমিনিয়ামের পাত্রে রাখা উচিত নয় কেন ? 2
3.9 ইথিলিন এর পলিমেরাইজেশন বিক্রিয়া দ্বারা কীভাবে পলিইথিলিন উৎপাদন করা হয় ? 2
অথবা,
কীভাবে নীচের পরিবর্তনটি করা যায় ?
HC≡CH → CH₃CH₃
‘ঘ’ বিভাগ
4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) :
41 আদর্শ গ্যাস কী? একটি আবদ্ধ পাত্রে রক্ষিত কোনও গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসটির চাপের ওপর তার প্রভাব কী ? যুক্তিসহ উত্তর দাও। 1+2
4.2 সালফারকে অক্সিজেনে পোড়ালে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয় :
S + O₂ → SO₂
STP তে 2240 L SO₂ উৎপন্ন করতে
(i) কত গ্রাম সালফার ? এবং (ii) কত মোল O₂ প্রয়োজন হবে ? (0 = 16, 5 = 32 )
অথবা,
480g একটি কঠিন যৌগকে 352g অক্সিজেনে পোড়ালে 320g অপর একটি কঠিন যৌগ এবং একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটির বাষ্পঘনত্ব 32 হলে কত মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয় ?
4.3 কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও এবং এর গাণিতিক রূপটি লেখো।
অথবা,
দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণের একটি করে উদাহরণ দাও।
4.4 প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ 45° হলে এবং প্রতিসৃত রশ্মি অভিলম্বের সঙ্গে 60° কোণ উৎপন্ন করলে কৌণিক চ্যুতির মান কত হবে ?
6 cm দৈর্ঘ্যের একটি বস্তুকে একটি উত্তল লেন্সের সামনে 2.4 cm দূরত্বে রাখলে লেন্সের থেকে 4.8 cm দূরত্বে প্রতিবিম্ব গঠিত হয়। রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্বের দৈর্ঘ্য কত ? 1+2
অথবা,
কাচ মাধ্যমে আলোর গতিবেগ 2 x 10⁵ Kms⁻¹ এবং জল মাধ্যমে আলোর গতিবেগ 2.25 × 10⁵ Kms⁻¹ । কাচ ও জল মাধ্যমের প্রতিসরাঙ্কের অনুপাত নির্ণয় করো। 3
4.5 x -রশ্মি ও γ রশ্মির একটি করে ব্যবহার লেখো। γ রশ্মির একটি ক্ষতিকর প্রভাবের উল্লেখ করো। 2+1
4.6 সমদৈর্ঘ্যের দুটি ধাতব তার A ও B একই পদার্থ দিয়ে গঠিত। A তারটির ব্যাসার্ধ B তারটির ব্যাসার্ধের দ্বিগুণ। তারদুটির রোধের অনুপাত কত ? 3
অথবা,
একটি বাড়িতে তিনটি 220V-60W বৈদ্যুতিক বাতি ও দুটি 220V-100W বৈদ্যুতিক পাখা আছে। বৈদ্যুতিক বাতিগুলি দিনে 5 ঘন্টা করে জ্বালানো হয় এবং পাখাগুলি দিনে 10 ঘন্টা করে চালানো হয়। B.O.T একক প্রতি 5 টাকা খরচ হলে 30 দিনে বিদ্যুতের জন্য কত খরচ হবে ?
4.7 তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো। ভাস্বর বাতির চেয়ে এল ই ডি (LED) বাতি ব্যবহারের একটি সুবিধা উল্লেখ করো। 2+1
4.8 একটি তেজস্ক্রিয় পরমাণুর কেন্দ্রকে 92 টি প্রোটন ও 143 টি নিউট্রন আছে। ওই পরমাণু থেকে একটি α-কণা নির্গত হলে যে নতুন পরমাণু সৃষ্টি হয় তার কেন্দ্রকে কতগুলি প্রোটন ও নিউট্রন থাকবে ? 2+1
কোন্ ধরণের নিউক্লিয় বিক্রিয়া নক্ষত্রের শক্তির উৎস ? 2+1
4.9 ‘পর্যায় সারণি’ রচনায় মেন্ডেলিফের অবদান লেখো। 3
অথবা,
কোনও পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ বলতে কী বোঝায় ? দীর্ঘ পর্যায় সারণির গ্রুপ 14 এর প্রথম তিনটি মৌলিক পদার্থ C, Si এবং Ge কে তাদের পারমাণবিক ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে সাজাও। 2+1
4.10 দুই শ্রেণির তড়িবিশ্লেষ্যের উল্লেখ করো। এদের মধ্যে পার্থক্য করা যায় কীভাবে ? 1+2
4.11হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদনে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে সেটির সমিত রাসায়নিক সমীকরণ লেখো। এই পদ্ধতির শর্তগুলি লেখো।
4.12. একটি হাইড্রোকার্বন বিক্ষিপ্ত সূর্যালোকে ক্লোরিনের সঙ্গে প্রতিস্থাপন বিক্রিয়ায় প্রথম ধাপে মিথাইল ক্লোরাইড উৎপন্ন করে। হাইড্রোকার্বনটি কী ? বিক্রিয়াটির প্রথম ধাপের সমিত রাসায়নিক সমীকরণ লেখো। হাইড্রোকার্বনটির একটি ব্যবহার উল্লেখ করো।
অথবা,
এল পি জি (LPG)র শিল্প উৎস কী ?
অ্যাসিটিক অ্যাসিড ও পলি (টেট্রাফ্লুওরোইথিলিন) এর প্রতিটির একটি করে ব্যবহার লেখো।
‘ঙ’ বিভাগ
(কেবল বহিরাগত পরীক্ষার্থীদের জন্য)
5. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনও চারটি) :
5.1 ফসিল জ্বালানী পোড়ালে বায়ুমণ্ডলের কোন্ গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বাড়ে ?
5.2 STP তে 32g O₂ গ্যাসের চাপ ও আয়তনের গুণফল কত ? (O-16)
5.3 একমুখী প্রবাহ (DC) কী ?
5.4 তেজস্ক্রিয় মৌলের পরমাণু থেকে কোন্ তেজস্ক্রিয় রশ্মির নির্গমনে নতুন পরমাণুর সৃষ্টি হয় না ?
5.5 দুটি কার্বন পরমাণুযুক্ত একটি সম্পৃক্ত হাইড্রোকার্বনের গঠন সংকেত অঙ্কন করো।
6. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনও তিনটি) :
6.1 গৃহস্থ বাড়ির ওয়ারিংএ অন্তরক পদার্থের গুরুত্ব কী ?
6.2 অবতল লেন্সকে অভিসারী না অপসারী লেন্স বলা হয় ? যুক্তিসহ উত্তর দাও।
6.3 ফেরাস সালফাইডে লঘু সালফিউরিক অ্যাসিড যোগ করলে কী ঘটে সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।
6.4 প্যাকেজিং এর কাজে কাগজের ব্যবহারের পক্ষে দুটি যুক্তি দাও।
M.P Phys Science Question Papers | ||||
---|---|---|---|---|
2017 | 2018 | 2019 | 2020 | 2021 |
2022 | 2023 | 2024 | 2025 | 2026 |