রাধারাণী গল্পের MCQ প্রশ্নোত্তর নবম শ্রেণি বাংলা | Radharani Golper MCQ Question Answer Class 9 Bengali wbbse

সাহিত্য সঞ্চয়ন
নবম শ্রেণি বাংলা (প্রথম ভাষা)

রাধারাণী গল্পের MCQ প্রশ্নোত্তর নবম শ্রেণি বাংলা | Radharani Golper MCQ Question Answer Class 9 Bengali wbbse

📌নবম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 নবম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

রাধারাণী গল্পের MCQ প্রশ্নোত্তর নবম শ্রেণি বাংলা | Radharani Golper MCQ Question Answer Class 9 Bengali wbbse

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর রাধারাণী গল্প (বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়) নবম শ্রেণি বাংলা | MCQ Question Answer Radharani Class 9 Bengali wbbse

• ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : প্রতিটি প্রশ্নের মান-১

১. ‘রাধারাণী’ গল্পটি লিখেছেন—
(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) প্রেমেন্দ্র মিত্র
(গ) তারাশঙ্কর বন্দোপাধ্যায়
(ঘ) রজনীকান্ত সেন

উত্তরঃ (ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

২. ‘রাধারাণী’ রচনাংশটি নেওয়া হয়েছে—
(ক) ‘আনন্দমঠ’ উপন্যাস থেকে
(খ) ‘বিষবৃক্ষ’ উপন্যাস থেকে
(গ) ‘রাধারাণী’ উপন্যাস থেকে
(ঘ) ‘দেবী চৌধুরানী’ উপন্যাস থেকে

উত্তরঃ (গ) ‘রাধারাণী’ উপন্যাস থেকে

৩. পাঠ্য রাধারাণী রচনাংশটি নেওয়া হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারাণী উপন্যাসের—
(ক) প্রথম পরিচ্ছেদ থেকে
(খ) প্রথম পরিচ্ছেদ থেকে
(গ) প্রথম পরিচ্ছেদ থেকে
(ঘ) প্রথম পরিচ্ছেদ থেকে

উত্তরঃ (ক) প্রথম পরিচ্ছেদ থেকে

৪. ‘তাহাদিগের অবস্থা পূর্বে ভালো ছিল’- অবস্থা ভাল ছিল—
(ক) রুক্মিনীকুমারের (খ) রাধা ও রানীদের
(গ) পদ্মলোচনের (ঘ) রাধারাণীদের

উত্তরঃ (ঘ) রাধারাণীদের

৫. রাধারানীদের সাংসারিক দুর্বস্থার কারণ—
(ক) তার বাবার মৃত্যু (খ) তার মায়ের মৃত্যু
(গ) বাবার ধার দেনা (ঘ) মামলা হেরে যাওয়া।

উত্তরঃ (ঘ) মামলা হেরে যাওয়া।

৬. রাধারাণীরদের সম্পত্তির অর্থমূল্য ছিল–
(ক) কুড়ি লক্ষ টাকা (খ) তিরিশ লক্ষ টাকা
(গ) আট লক্ষ টাকা (ঘ) দশ লক্ষ টাকা

উত্তরঃ (ঘ) দশ লক্ষ টাকা

৭. রাধারাণীর বিধবা মা মামলা হেরেছিল—
(ক) প্রিবি কৌন্সিলে (খ) লোয়ার কোর্টে
(গ) হাইকোর্টে (ঘ) সুপ্রিম কোর্টে

উত্তরঃ (গ) হাইকোর্টে

৮. রাধারাণীর মা হাইকোর্টে হেরে যাওয়ার পর আপিল করেছি—
(ক) প্রিবি কৌন্সিলে (খ) লোয়ার কোর্টে
(গ) হাইকোর্টে (ঘ) সুপ্রিম কোর্টে

উত্তরঃ (ক) প্রিবি কৌন্সিলে

৯. রাধারাণীর মা প্রিভি কাউন্সিল আপিল করেছিল—
(ক) বাড়ি বিক্রি করে (খ) বাড়ি বন্ধক রেখে
(গ) জমি বিক্রি করে (ঘ) গয়না বিক্রি করে

উত্তরঃ (ঘ) গয়না বিক্রি করে।

১০. রাধারাণীর মা ঘোরতর পিতা হইল—
(ক) রথের দিন (খ) রথের পরের দিন
(গ) রথের পূর্বে (ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (গ) রথের পূর্বে।

১১. ‘পথ্যের প্রয়োজন হইল’– পথ্যের প্রয়োজন হয়েছিল—
(ক) রাধারাণীর অসুস্থ মায়ের
(ক) রাধারাণীর নিজের
(গ) রুক্মিণী কুমারের
(ঘ) পদ্মলোচনে

উত্তরঃ (ক) রাধারাণীর অসুস্থ মায়ের

১২. প্রতি বছর রথযাত্রা হয়ে থাকে, সাধারণত—
(ক) পৌষ-মাঘ মাসে
(খ) চৈত্র-বৈশাখ মাসে
(গ) আষাঢ়-শ্রাবণ মাসে
(ঘ) আশ্বিন-কার্তিক মাসে

উত্তরঃ (গ) আষাঢ়-শ্রাবণ মাসে

১৩. রাধারাণীদের বাড়ি ছিল—
(ক) শ্রীরামপুরে (খ) নদিয়ায়
(গ) মাহেশে (ঘ) শান্তিপুরে

উত্তরঃ (ক) শ্রীরামপুরে

১৪. রাধারানী রথ দেখতে গিয়েছিল —
(ক) মাহেশে (খ) মায়াপুরে
(গ) শ্রীরামপুরে (ঘ) শান্তিপুরে

উত্তরঃ (ক) মাহেশে

১৫. রাধারাণী রথের মেলায় গিয়েছিল—
(ক) বনফুলের মালা কিনতে
(খ) বনফুলের মালা বিক্রি করতে
(গ) রথ টানতে
(ঘ) রথ মেলা দেখতে

উত্তরঃ (খ) বনফুলের মালা বিক্রি করতে

১৬. রথের হাট ভেঙ্গে গিয়েছিল কেন ?
(ক) জিনিসপত্র ছিল না তাই
(খ) প্রচন্ড ঝড় উঠেছিল
(গ) প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তাই
(ঘ) সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই

উত্তরঃ (গ) প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তাই

১৭. রাধারাণী কাঁদিতে কাঁদিতে ফিরিল।’– কারণ—
(ক) সে রাস্তায় পড়ে গিয়েছিল
(খ) সে বৃষ্টিতে সম্পূর্ণ ভিজেছিল
(গ) মেলায় সে কিছু কিনতে পারেনি
(ঘ) সে মালা বিক্রি করতে পারেনি

উত্তরঃ (ঘ) সে মালা বিক্রি করতে পারেনি।

১৮. ‘এক্ষণে উচ্চৈঃস্বরে কাঁদিল’– উচ্চৈঃস্বরে কেঁদে উঠেছিল–—
(ক) রাধারাণী (খ) রাধারাণী মা
(গ) ছোট্ট শিশু (ঘ) রুক্মিণী কুমার

উত্তরঃ (ক) রাধারাণী।

১৯. “যে ঘাড়ের উপর আসিয়া পড়িয়াছিল”– সে কে ?
(ক) পদ্মলোচন (খ) রাধারাণী
(গ) বঙ্কিমচন্দ্র (ঘ) রুক্মিণী কুমার

উত্তরঃ (ঘ) রুক্মিণী কুমার

২০. ‘কে গো তুমি কাঁদ ?’- প্রশ্নকর্তার নাম কী ?
(ক) পদ্মলোচন (খ) রাধারাণী
(গ) বঙ্কিমচন্দ্র (ঘ) রুক্মিণী কুমার

উত্তরঃ (ঘ) রুক্মিণী কুমার

২১. অপরিচিত ব্যক্তিটি মালা খোঁজার কারণ—
(ক) মালা কেনার শখ
(খ) অপরিচিত ব্যক্তির মা বলেছিল
(গ) বাড়ির ঠাকুরকে পড়াবে
(ঘ) অপরিচিত ব্যক্তির ছেলে বলেছিল

উত্তরঃ (গ) বাড়ির ঠাকুরকে পড়াবে।

২২. রাধারাণী পথিককে নিজের বাড়ি বলেছিল–
(ক) শ্রীরামপুর (খ) শ্রীরামচন্দ্রপুর
(গ) চণ্ডীপুর (ঘ) রামকৃষ্ণপুর

উত্তরঃ (ক) শ্রীরামপুর

২৩. অপরিচিত ব্যক্তিটি রাধারাণীর মালার দাম দিয়েছিল—
(ক) এক পয়সা (খ) দুই পয়সা
(গ) তিন পয়সা (ঘ) চার পয়সা

উত্তরঃ (ক) এক পয়সা

২৪. রাধারাণীর বয়স হয়েছিল—
(ক) আট-নয় বছর (খ) দশ-এগারো বছর
(গ) দশ বছর (ঘ) বারো বছর

উত্তরঃ (খ) দশ-এগারো বছর

২৫. ‘আমার ব্যামো হয় না।’– তার ব্যামো হয় না—
(ক) উপবাসী থাকলেও
(খ) সারাদিন রোদে রোদে ঘুরলেও
(গ) সর্বদা ভিজে গায়ে থাকলেও
(ঘ) বৃষ্টিতে ভিজলেও

উত্তরঃ (গ) সর্বদা ভিজে গায়ে থাকলেও

২৬. ‘আমার ব্যামো হয় না’- এ কথা বলেছিল—
(ক) রাধারাণীর মা (খ) রাধারাণী
(গ) রুক্মিণীকুমার (ঘ) পদ্মলোচন সাহা

উত্তরঃ (খ) রাধারাণী

২৭. ‘আমি বাহিরে দাঁড়াইয়া আছি’– একথা বলেছিল —
(ক) বসন্ত রায় (খ) পদ্মলোচন সাহা
(গ) রাধারানী (ঘ) রুক্মিণীকুমার

উত্তরঃ (ঘ) রুক্মিণীকুমার

২৮. ‘নোট খানি তারা ভাঙাইল না’– কারণ—
(ক) তাতে নাম লেখা ছিল
(খ) তারা দরিদ্র কিন্তু লোভী নয়
(গ) নিজের টাকা নয় বলে ভাঙ্গলো না
(ঘ) তাদের দরকার ছিল না

উত্তরঃ (খ) তারা দরিদ্র কিন্তু লোভী নয়

২৯. পোড়ারমুখো কাপুড়ে মিনসের প্রকৃত নাম –
(ক) পদ্মলোচন দত্ত (খ) পদ্মলোচন মণ্ডল
(খ) পদ্মলোচন সাহা (ঘ) পদ্মলোচন কুণ্ডু

উত্তরঃ (খ) পদ্মলোচন সাহা

৩০. পদ্মলোচন চার টাকার শাড়ি বিক্রি করেছিল—
(ক) ৭ টাকায় (খ) ৮ টাকায়
(গ) সাড়ে আট টাকায়
(ঘ) ৮ টাকা সাড়ে চোদ্দ আনায়।

উত্তরঃ (ঘ) ৮ টাকা সাড়ে চোদ্দ আনায়।

৩১. রাধারাণী ঘর ঝাঁট দিতে গিয়ে খুঁজে পেয়েছিল—
(ক) একটি স্বর্ণমুদ্রা (খ) একটা ছবি
(গ) একটা নোট (ঘ) মায়ের ওষুধ

উত্তরঃ (গ) একটা নোট

৩২. “তাঁহার নামও নোটে লেখা আছে”- কারণ –
(ক) যাতে বুঝতে অসুবিধা হয়
(খ) যাতে কেউ না নিতে পারে
(গ) পাছে কেউ চোরা নোট বলে
(ঘ) যাতে অসুবিধায় পড়তে না হয়

উত্তরঃ (গ) পাছে কেউ চোরা নোট বলে

৩৩. ‘রাধারাণী’ রচনাংশে ঘটনা কোন ঋতুতে সংঘটিত হয়েছিল–
(ক) শীতকাল (খ) বর্ষাকাল (গ) গ্রীষ্মকাল (ঘ) বসন্তকাল

উত্তরঃ (খ) বর্ষাকাল

৩৪. ‘এই জন্য নাম লিখিয়া দিয়া গিয়াছেন’– তাঁহার নাম—
(ক) পদ্মলোচন রায় (খ) রাধারাণী রায়
(গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (ঘ) রুক্মিণী কুমার রায়

উত্তরঃ (ঘ) রুক্মিণী কুমার রায়

৩৫. “আলো জ্বালিয়া রাধারাণী দেখিল।”- রাধারাণী আলো জ্বালিয়েছিল—
(ক) চকমকি ঠুকে (খ) দেশলাই ঘষে
(গ) লাইটার দিয়ে (ঘ) কাঠ ঘষে

উত্তরঃ (ক) চকমকি ঠুকে

৩৬. “আলো জ্বালিয়া রাধারাণী দেখিল।”- রাধারাণী কী দেখলো ?
(ক) পদ্মলোচনের দেওয়া কাপড়
(খ) আধুলি (গ) টাকা (ঘ) পয়সা

উত্তরঃ (গ) টাকা

৩৭. রাধারাণী তার প্রাপ্ত টাকা ভাঙিয়ে সংগ্রহ করেছিল–
(ক) মায়ের ওষুধ (খ) মায়ের শীতবস্ত্র
(গ) মায়ের পথ্য (ঘ) কোনোটাই নয়

উত্তরঃ (গ) মায়ের পথ্য।

📌 আরো দেখুনঃ

📌নবম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 নবম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

Leave a Reply

  • Post comments:0 Comments
  • Reading time:6 mins read