আবহমান কবিতার SAQ প্রশ্নোত্তর নবম শ্রেণি বাংলা | Abohoman Kobitar SAQ Question Answer Class 9 Bengali wbbse

সাহিত্য সঞ্চয়ন
নবম শ্রেণি বাংলা (প্রথম ভাষা)

আবহমান কবিতার SAQ প্রশ্নোত্তর নবম শ্রেণি বাংলা | Abohoman Kobitar SAQ Question Answer Class 9 Bengali wbbse

📌নবম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 নবম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

আবহমান কবিতার SAQ প্রশ্নোত্তর নবম শ্রেণি বাংলা | Abohoman Kobitar SAQ Question Answer Class 9 Bengali wbbse

অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর : আবহমান কবিতা নবম শ্রেণির বাংলা | Abohoman Kobitar Question Answer Class 9 Bengali wbbse

∆ কমবেশি ১৫ টি শব্দের মধ্যে উত্তর দাও : প্রতিটি প্রশ্নের মান-১

১.আবহমান কবিতাটি কোভিদ কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ?

উত্তরঃ আবহমান কবিতাটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অন্ধকার বারান্দা নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।

২.‘আবহমান’ কথাটির অর্থ কী ?

উত্তরঃ ‘আবহমান’ শব্দের অর্থ হল চিরকালীন, যা চিরকাল ধরে চলে আসছে বা যা চিরপ্রচলিত।

৩.‘যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া’– কবি উঠানো গিয়ে দাঁড়াতে বলেছেন কেন ?

উত্তরঃ আবহমান কবিতানুসারে কবি ফেলে আসা শৈশব জীবনের কথা মনে করিয়ে দেবার জন্যই উঠোনে গিয়ে দাঁড়াতে বলেছেন।

৪.‘ছোট্ট একটা ফুল দুলছে’– ‘ছোট্ট ফুল দুলছে’ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন ?

উত্তরঃ বর্তমানের প্রেক্ষাপটে দাঁড়িয়ে কবি বারেবারে ফিরে আসা শৈশবের স্মৃতি গুলিকেই ফুল তোলার সাথে তুলনা করেছেন।

৫. ‘আবহমান’ কবিতায় কবি কোথায় গিয়ে দাঁড়াতে বলেছেন ?

উত্তরঃ আবহমান কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী গ্রামবাংলার কোন এক গরিবের ঘরের উঠোনে লাউমাচার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন।

৬. কবি লাউমাচার পাশে কেন দাঁড়াতে বলেছেন ?

উত্তরঃ কবি লাউমাচার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন কারণ পল্লিবাংলার প্রকৃতিলালিত সহজসরল জীবনকে সেখানে খুঁজে পাওয়া যায়।

৭. ‘কে এইখানে এসেছিল অনেক বছর আগে।’– এইখানে বলতে কোথায় আসার কথা বলা হয়েছে ?

উত্তরঃ আবহমান কবিতা থেকে উদ্ধৃত অংশে এইখানে বলতে শৈশবের গ্রামে আসার কথা বলা হয়েছে।

৮. ‘যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া।’– এখানে উঠান বলতে কী বুঝানো হয়েছে ?

উত্তরঃ আবহমান কবিতায় উঠান বলতে আয় জন্ম পরিচিত জন্মস্থান বা মাতৃভূমিকে বোঝানো হয়েছে।

৯. কবির মতে কোন্ গাছ বুড়িয়ে গেলেও শেষপর্যন্ত মুড়য় না ?

উত্তরঃ কবির মতে নটে গাছ বুড়িয়ে গেলেও শেষপর্যন্ত মুড়য় না। অর্থাৎ সময়ের সাথে মাতৃভূমির সঙ্গে মানুষের সম্পর্কের ছেদ পড়লেও তা কখনও মুছে যায় না।

১০. আবহমান কবিতায় মানুষের কোথায় হারিয়ে গিয়েও আবার কোথায় ফিরে আসার কথা বলা হয়েছে ?

উত্তরঃ গ্রামবাংলার নতুন প্রজন্মের মানুষরা নাগরিক যন্ত্রসভ্যতায় হারিয়ে গিয়েও আবার বাঁচার জন্য গ্রামবাংলার বুকেই ফিরে আসে।

১১. ‘নেভে না তার যন্ত্রণা’– কীসের যন্ত্রণা ?

উত্তরঃ আবহমান কবিতায় কবি মাতৃভূমি থেকে বিচ্ছিন্ন হওয়ার মানসিক যন্ত্রণাকে বুঝিয়েছেন।

১২. আবহমান কবিতায় কখনো কী হারায় না বলা হয়েছে ?

উত্তরঃ গ্রামবাংলার বাগান থেকে কুন্দফুলের হাসি হারায় না। অর্থাৎ মাতৃভূমির সৌন্দর্য আর আকর্ষণ কখনো হারিয়ে যায় না

১৩. ‘এখনও সেই ফুল দুলছে, ফুল দুলছে।’– এখনো ফুল দুলছে কেন ?

উত্তরঃ জীবন জীবিকার টানে মানুষ গ্রাম ছাড়লেও প্রকৃতির টানে বারবার সে ফিরে আসতে চায় আপন জন্মভূমিতে। মাতৃভূমির সৌন্দর্য আর আকর্ষণের চিরন্তন বুঝাতে এখনো ফুল দুলছে শব্দ গুলি ব্যবহৃত হয়েছে।

১৪. ফুরয় না তার কিছুই ফুরয় না’- কী ফুরায় না ?

উত্তরঃ আবহমান কবিতার উদ্ধৃত অংশে মানুষের মাতৃভূমির প্রতি আকর্ষণ, ভালোবাসা এবং টান কখনোই ফুরায় না।

১৫. ‘কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে’- ‘এইখানে’ আবার ফিরে আসার কারণ কী ?

উত্তরঃ ‘আবহমান’ কবিতায় গ্রামছাড়া মানুষ জন্মভূমির টানে, অর্থাৎ নিজের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের টানে ‘আবার ফিরে আসে’।

১৬. কিন্তু মুড়য় না’– ‘মুড়য় না’ বলতে কবি কী বলতে চেয়েছেন ?

উত্তরঃ সময়ের সাথে মাতৃভূমির সঙ্গে মানুষের সম্পর্কের ছেদ পড়লেও তা কখনও মুছে যায় না। কবি সে কথাই বোঝাতে চেয়েছেন।

১৭. ‘কে এইখানে এসেছিল অনেক বছর আগে’ এখানে অনেক বছর আগে আসার কারণ কী ?

উত্তরঃ মানুষ বাংলার কোন এক গাঁয়ে নিবিড় অনুরাগ ও ভালোবাসায় ঘর বেঁধেছিল অনেক বছর আগে।

১৮.’কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে’ – হারিয়ে যাওয়ার কারণ কী ?

উত্তরঃ পরিস্থিতির চাপে জীবন জীবিকার উদ্দেশ্যে মানুষকে স্বদেশ বা জন্মস্থান ছেড়ে যেতে হয়, তাই সে তার স্বদেশ ও শৈশবকে হারিয়ে ফেলে।

১৯. কবি ‘আবহমান’ কবিতায় নটেগাছটি সম্পর্কে কী বলেছেন ? অথবা, ‘নটেগাছটা বুড়িয়ে ওঠে,’ ‘নটেগাছ’ বলতে কার বা কীসের কথা বলা হয়েছে ?

উত্তরঃ কালের নিয়মে মানুষ শৈশব থেকে বার্ধক্যে উপনীত হয় কিন্তু প্রকৃতি লালিত মাতৃভূমের স্মৃতি পথ থেকে বিস্মৃত হয়ে যায় না। ‘নটেগাছ’ হল মানুষ ও তার মাতৃভূমির সম্পর্কের প্রবাহমানতার প্রতীক।

২০.“ফুরয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আশা।”– যাওয়া এবং আশরাফুরায় না কেন ?

উত্তরঃ জীবনের প্রয়োজনে মানুষ তার শৈশবের প্রকৃতি লালিত স্বভূমি থেকে বিচ্যুত হয়েও আবার ফিরে আসার মতো ঘটনা চিরকাল ঘটে চলেছে।

২১.ফুরয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা।’ -‘দুরন্ত পিপাসা’ বলতে কবি কী বুঝিয়েছেন ?

উত্তরঃ কবি স্বদেশচ্যুত মানুষটির স্বভূমিতে ফিরে আসার দুর্নিবার ইচ্ছাকেই ‘দুরন্ত পিপাসা’ বলেছেন।

২২.সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে’- উদ্ধৃতিটির সরলার্থ কী?

উত্তরঃ জন্মভূমি থেকে দূরে থাকা মানুষ মনে মনে সবুজ ঘাসে ভরা জন্মভূমির স্নেহস্পর্শ শরীরে মেখে নেয়।

২৩. ‘সারাটা রাত তারায়-তারায় স্বপ্ন এঁকে রাখে’ বলতে কবি কী বুঝিয়েছেন?

উত্তরঃ কবি ফেলে আসা শৈশব ও স্বদেশের স্মৃতি ফিরে পাওয়ার অপূর্ণ বাসনার ছবি, সুদুরের হাতছানি দেওয়া তারায় তারায় এঁকে রাখেন।

২৪.’তেমনি করেই সূর্য ওঠে’ বলতে কবি কী বুঝিয়েছেন ?

উত্তরঃ মানুষের দুঃখযন্ত্রণা, বাগানের কুন্দফুলের হাসির চিরন্তনতার অনুষঙ্গে সূর্য ওঠার প্রসঙ্গ এনে শৈশবের প্রাকৃতিক অনুষঙ্গগুলির অপরিবর্তনীয়তা বোঝাতে চেয়েছেন।

২৫. ‘তেমনি করেই সূর্য ওঠে, তেমনি করেই ছায়া’- এখানে উভয় ক্ষেত্রেই ‘তেমনি করেই’ শব্দবন্ধ ব্যবহার করে কবি কী বোঝাতে চেয়েছেন ?

উত্তরঃ কবি দুঃখযন্ত্রণার পাশে কুন্দফুলের আনন্দঘন অবস্থানের প্রসঙ্গ টেনে সূর্যের উদয়-অস্তের আলো-ছায়াময় চিরন্তনতার কথা বোঝাতেই ‘তেমনি করেই’ শব্দবন্ধটি ব্যবহার করেছেন।

২৬.’এখনও সেই ফুল দুলছে, ফুল দুলছে,’- ছোট্ট ফুলটির সন্ধ্যার বাতাসে দোলার কারণ কী ?

উত্তরঃ জন্মভূমির সৌন্দর্য আর আকর্ষণ বুকে নিয়ে কর্মের টানে মানুষ গ্রাম ছাড়ে। মনে থেকে যায় জন্মভূমিতে ফেরার বাসনা।

📌 আরো দেখুনঃ

📌নবম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 নবম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

Leave a Reply

  • Post comments:0 Comments
  • Reading time:5 mins read