আবহমান কবিতার MCQ প্রশ্নোত্তর নবম শ্রেণি বাংলা | Abohoman Kobitar MCQ Question Answer Class 9 Bengali wbbse

সাহিত্য সঞ্চয়ন
নবম শ্রেণি বাংলা (প্রথম ভাষা)

আবহমান কবিতার বিষয়বস্তু, সারাংশ, সারমর্ম, সারসংক্ষেপ নবম শ্রেণি বাংলা | Abohoman Kobitar Bishoibostu Class 9 Bengali wbbse

আবহমান কবিতার MCQ প্রশ্নোত্তর নবম শ্রেণি বাংলা | Abohoman Kobitar MCQ Question Answer Class 9 Bengali wbbse

📌নবম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 নবম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

আবহমান কবিতার MCQ প্রশ্নোত্তর নবম শ্রেণি বাংলা | Abohoman Kobitar MCQ Question Answer Class 9 Bengali wbbse

• সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : প্রতিটি প্রশ্নের মান-১

১.‘আবহমান’ কবিতাটির কবি হলেন–
(ক) জীবনানন্দ দাশ (খ) নীরেন্দ্রনাথ চক্রবর্তী
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর (ঘ) জসীমউদ্দীন

উত্তরঃ (খ) নীরেন্দ্রনাথ চক্রবর্তী

২.‘আবহমান’ কবিতাটির মূল কাব্যগ্রন্থ–
(ক) উলঙ্গ রাজা (খ) কলকাতার যীশু
(গ) অন্ধকার বারান্দা (ঘ) জসীমউদ্দীন

উত্তরঃ (গ) অন্ধকার বারান্দা

৩.‘আবহমান’ কবিতায় কবি কার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন ?
(ক) লাউমাচার পাশে (খ) পুঁইমাচার পাশে
(গ) সিমমাচার পাশে (ঘ) কুমড়োমাচার পাশে

উত্তরঃ (ক) লাউমাচার পাশে

৪.আবহমান কবিতায় লাউমাচাটা আছে–
(ক) বাড়ির সামনে (খ) বেড়ার পাশে
(গ) উঠোনে (ঘ) রাস্তার ধারে

উত্তরঃ (গ) উঠোনে।

৫.“এখনও সেই ফুল দুলছে, ফুল দুলছে, ফুল”—
(ক) মৃদুমন্দ বাতাসে (খ) সন্ধ্যার বাতাসে
(গ) ভোরের হাওয়ায় (ঘ) শরতের হাওয়ায়

উত্তরঃ (খ) সন্ধ্যার বাতাসে।

৬. ‘কে এইখানে এসেছিল ______ বছর আগে।’
(ক) অনেক (খ) কয়েক (গ) দু-এক (ঘ) শতেক

উত্তরঃ (ক) অনেক

৭.“কে এখানে ঘর বেঁধেছে __________ অনুরাগে।” (শূন্যস্থান পূরণ করো)
(ক) গভীর (খ) নিবিড় (গ) দারুন (ঘ) ভীষণ

উত্তরঃ (খ) নিবিড়

৮. ‘কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় __________’ –
(ক) গভীরতায় (খ) অনুরাগে
(গ) ভালোবাসায় (ঘ) ভরসায়

উত্তরঃ (খ) অনুরাগে

৯. “কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে…”—
(ক) মানুষকে ভালোবেসে
(খ) মাটিকে আর হাওয়াকে ভালোবেসে
(গ) নদী আর আকাশকে ভালোবেসে
(ঘ) তারা আর চাঁদকে ভালোবেসে

উত্তরঃ (খ) মাটিকে আর হাওয়াকে ভালোবেসে।

১০. ‘……বুড়িয়ে ওঠে, কিন্তু মুড়য় না’—
(ক) কাঁটা গাছ (খ) বাবলা গাছ
(গ) সজনে গাছ (ঘ) নটে গাছ

উত্তরঃ (ঘ) নটে গাছ।

১১. নটে গাছটি বুড়িয়ে ওঠে, কিন্তু–
(ক) বিকোয় না (খ) ফুরয় না
(গ) জড়ায় না (ঘ) মুড়য় না

উত্তরঃ (ঘ) মুড়য় না

১২. যাওয়া-আসা কার ফুরোয় না—
(ক) জেদি ছেলেটার (খ) দুরন্ত ছেলেটার
(গ) একগুঁয়ে ছেলেটার (ঘ) দুষ্টু ছেলেটার

উত্তরঃ (গ) একগুঁয়ে ছেলেটার।

১৩. কার দুরন্ত পিপাসা ফুরোয় না ?
(ক) দস্যি ছেলেটার (খ) দুষ্টু ছেলেটার
(গ) একগুঁয়ে ছেলেটার (ঘ) জেদি ছেলেটার

উত্তরঃ (গ) একগুঁয়ে ছেলেটার।

১৪. সারাটা দিন আপন মনে কিসের গন্ধ মাখে ?
(ক) পাতার (খ) ফুলের (গ) মাটির (ঘ) ঘাসের

উত্তরঃ (ঘ) ঘাসের

১৫. সারাটা রাত ______ স্বপ্ন এঁকে রাখে।’ (শূন্যস্থান পূরণ করো)।
(ক) ফুলে ফুলে (খ) ঘাসে ঘাসে
(গ) তারায় তারায় (ঘ) মেঘে মেঘে

উত্তরঃ (গ) তারায় তারায়

১৬. সারাটা রাত তারায়-তারায় কী এঁকে রাখে ?
(ক) স্বপ্ন (খ) জবা ফুল (গ) কেয়া ফুল (ঘ) কুন্দ ফুল

উত্তরঃ (ক) স্বপ্ন

১৭. নেভে না তার যন্ত্রণা যে, দুঃখ হয় না __________।
(ক) খাঁটি (খ) পচা (গ) অসাড় (ঘ) বাসি

উত্তরঃ (ঘ) বাসি।

১৮. “নেভে না তার”– কী নেভে না ?
(ক) বেদনা (খ) যন্ত্রণা
(গ) দুঃখের আগুন (ঘ) ঘরের প্রদীপ

উত্তরঃ (খ) যন্ত্রণা।

১৯. বাগান থেকে কোন ফুলের হাসি হারায় না ?
(ক) জবা (খ) চাঁপা (গ) কেয়া (ঘ) কুন্দ

উত্তরঃ (ঘ) কুন্দ

২০. “এখনও সেই ফুল দুলছে”–
(ক) লাউ ফুল (খ) কুন্দ ফুল
(গ) ছোট্ট ফুল (ঘ) জবা ফুল

উত্তরঃ (গ) ছোট্ট ফুল

২১. সান্ধ্য নদীর হাওয়া ছুটে আসে-
(ক) সূর্য উঠলে (খ) ছায়া নামলে
(গ) কুন্দ ফুল ফুটলে (ঘ) বৃষ্টি হলে

উত্তরঃ (খ) ছায়া নামলে

২২. ‘নদীর হাওয়া ছুটে আসে’– কখন ?
(ক) সকাল হলে (খ) সন্ধ্যা হলে
(গ) দুপুর হলে (ঘ) বিকেল হলে

উত্তরঃ (খ) সন্ধ্যা হলে

📌 আরো দেখুনঃ

📌নবম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 নবম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

Leave a Reply

  • Post comments:0 Comments
  • Reading time:3 mins read