2ND SUMMATIVE EVALUATION
CLASS 8 (VIII) WBBSE
BENGALI QUESTION PAPER
Set-2
Class 8 Bengali 2nd Unit Test Question Paper Set-2 wbbse | অষ্টম শ্রেণির বাংলা দ্বিতীয় ইউনিট প্রশ্নপত্র টেস্ট সেট-২
📌 অষ্টম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 অষ্টম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন-2025
অষ্টম শ্রেণি বিষয় : বাংলা
সময় : ১ ঘণ্টা ৪৫ মিনিট পূর্ণমান : ৫০
১। ঠিক উত্তরাট বেছে নিয়ে লেখো: (যে-কোনো দুটি) : ১×২=২
১.১ ‘বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়’ কোথায় ?
(ক) ফুলের মধ্যে,
(খ) পাতার মধ্যে,
(গ) বীজের কঠিন ঢাকনার মধ্যে।
(ঘ) মাটির নীচে
উত্তরঃ (গ) বীজের কঠিন ঢাকনার মধ্যে।
১.২ নাটোরের মহারাজের নাম ছিল–
(ক) জগদিন্দ্রনাথ, (খ) জগন্নাথ, (গ) জগৎবন্ধু।
(ঘ) দীনবন্ধু
উত্তরঃ (ক) জগদিন্দ্রনাথ
১.৩ আকবর লাঠিয়ালের ছেলের নাম–
(ক) গহর (খ) জহর (গ) ফজর (ঘ) ফজলু
উত্তরঃ (ক) গহর
২। খুব সংক্ষেপে প্রশ্নগুলির উত্তর দাও: (যে-কোনো দুটি) ১×৪=৪
২.১ ‘ভূমিকম্পের বছর সেটা।’– সে বছর প্রভিনসিয়াল কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
উত্তরঃ সে বছর প্রভিনসিয়াল কনফারেন্স নাটোরে অনুষ্ঠিত হয়েছিল।
২.২ বুকুর বাড়ি কোথায় ?
উত্তরঃ বুকুর বাড়ি কলকাতার ভবানীপুর অঞ্চলে।
২.৩ বুকু কোথায় বসে খেলা করছিল ?
উত্তরঃ বুকু তাদের বাড়ির বাইরের রোয়াকে বসে খেলা করছিল।
২.৪ গ্রামের একমাত্র ভরসা বলতে ‘পল্লীসমাজে’ কী বোঝানো হয়েছে ?
উত্তরঃ একশো বিঘার মাঠটাই ছিল গ্রামের একমাত্র ভরসা।
২.৫ বৃক্ষশিশু কীভাবে জন্মলাভ করে ?
উত্তরঃ মাটি, উত্তাপ ও জল পেলে বীজ থেকে বেরিয়ে বৃক্ষশিশু জন্মলাভ করে।
৩। নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো ২টি) : ৩×২=৬
৩.১ ‘রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল।’ রমেশের বিস্ময়ের কারণ কী ?
উত্তরঃ রমেশ চাষিদের ধান জমি রক্ষার জন্য বাঁধ কেটে জল বের করার ব্যাপারে বেণীর কাছে অনুরোধ করেও ব্যর্থ হয়। এরপর, অপর অংশীদার রমার কাছে সে গিয়েছিল। রমেশ রমার সম্বন্ধে উচ্চ ধারণা পোষণ করত সে ভেবেছিল চাষিদের সমস্যার কথা শুনে, রমা হয়তো তার মতোই বাঁধ কাটতে দিতে রাজি হবে। কিন্তু রমা যখন বলে, মাছ বাঁধ থেকে বেরিয়ে গেলে যে টাকার ক্ষতি হবে সেই লোকসান সে করতে পারবে না। রমার মুে এই কথা শুনে রমেশ বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিল।
৩.২ ‘রমেশ অবাক হইয়া কহিল, ব্যাপার কী ? উত্তরে চাষিরা কী বলেছিল ?
উত্তরঃ রমেশের প্রশ্নের উত্তরে চাষিরা বলেছিল একশো বিঘার মাঠ জবে ডুবে গিয়েছে, জল বার করে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে, গাঁয়ে একটা ঘরও খেতে পাবে না।
৩.৩ ‘গাছের জীবন মানুষের জীবনের ছায়ামাত্র।’ লেখকের এমন মন্তব্যের কারণ কী ?
উত্তরঃ গাছের কথা প্রবন্ধে জগদীশচন্দ্র বসু জানিয়েছেন গাছপালাকে ভালবাসতে শিখে তিনি অনুভব করেন যে, মানুষের মতোই তারাও আহার করে, বাড়ে, মানুষের তো তাদেরও দুঃখকষ্ট আছে এবং গাছ মানুষের মায়ের মতোই প্রয়োজনে সন্তানের জন্য জীবন ত্যাগ গাছের মধ্যেও দেখা যায়। এগুলি অনুভব করেই লেখক আলোচ্য মন্তব্যটি করেছেন।
৩.৪ “আমি ঘুরে ঘুরে নাটোরের গ্রাম দেখতে লাগলুম।” নাটোরের কথা’ গদ্যাং অনুসরণে লেখকের নাটোরের গ্রাম ঘুরে দেখার অভিজ্ঞতার কথা নিজের ভাষায় লেখ।
উত্তরঃ নিজে করো।
৪। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : ১×২=২
৪.১ গড়াই নদীর তীরে কুটিরখানিরে লতাপাতা ফুল –
(ক) জড়িয়ে রয়েছে ঘিরে
(খ) মায়ায় রয়েছে ঘিরে
(গ) আদরে রয়েছে ঘিরে
(ঘ) ভালোবাসায় রয়েছে ঘিরে।
উত্তরঃ (খ) মায়ায় রয়েছে ঘিরে
৪.২ ‘পাড়াগাঁর দু-পহর ভালোবাসি’ কবিতায় কোন্ নদীর কথা আছে ?
(ক) জলসিড়ি (খ) ধানসিড়ি (গ) গঙ্গা (ঘ) যমুনা
উত্তরঃ (ক) জলসিড়ি
৪.৩ ‘ছন্নছাড়া’ কবিতাটির রচয়িতা হলেন— (ক) অচিন্ত্যকুমার সেনগুপ্ত, (খ) জীবনানন্দ দাশ,
(গ) অজিত দত্ত (ঘ) শক্তি চট্টোপাধ্যায়
উত্তরঃ (ক) অচিন্ত্যকুমার সেনগুপ্ত
৫। খুব সংক্ষেপে প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো দুটি) : ১×৪=৪
৫.১ ‘মানুষ বড়ো একলা, কবির এমন মনে হয়েছে কেন ?
উত্তরঃ ব্যস্ততম জগতে সবাই ছুটছে। কেউ কারো কথা মনে করছে না যারা গতি হারিয়ে ব্যস্ত জগতের সাথে তাল মেলাতে পারছে না তারা একলা হয়ে পড়ছে।
৫.২ ‘দাঁড়াও’ কবিতায় ‘মানুষ’ ও ‘দাঁড়াও’ শব্দটি কতবার আছে ?
উত্তরঃ ‘দাঁড়াও’ কবিতায় মানুষ শব্দটি ৭ বার এবং দাঁড়াও শব্দটি ৯ বার আছে।
৫.৩ “ঘরে-বাইরে উদাহরণ যা আছে” কেমন ‘উদাহরণ’ আছে ?
উত্তরঃ ঘরে-বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুধাহরণের সুধাক্ষরণের উদাহরণ নয়, তা সুধাহরণের ক্ষুধাহরণের উদাহরণ।
৫.৪ ‘ডাহুক মেয়ে’ কারা ?
উত্তরঃ ডাহক মেয়ে বলতে এক জাতীয় জলচর স্ত্রী পাখিকে বোঝানে হয়েছে।
৫.৫ “জলে তার মুখখানা দেখা যায়…”— জলে কার মুখ দেখা যায় ?
উত্তরঃ জলে নুয়ে পড়া বুনাে চালতা গাছের মুখখানা দেখা যায়।
৬। নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো ৩টি) ৩×২=৬
৬.১ ‘তুমি তাহার পাশে এসে দাঁড়াও।’– ‘দাঁড়াও’ কবিতায় কবি কাদে পাশে এসে দাঁড়াতে বলেছেন ? তুমি কীভাবে তাদের পাশে দাঁড়াতে চাও
উত্তরঃ কবি শক্তি চট্টোপাধ্যায় প্রতিটি মানুষকে অসহায় নিঃসঙ্গ মানুষের পাশে এসে দাঁড়াতে বলেছেন।
মানবিকবোধ সম্পন্ন বিবেকবান মানুষের প্রতি কবির এই আহ্বান। প্রত্যেক অসহায়। নিঃসঙ্গ, দুঃখ কষ্টে জর্জরিত, অবসাদগ্রস্ত, পীড়িত মানুষের পাশে এসে দাঁড়াতে হবে সংকীর্ণতা ও হীনতাকে তুচ্ছ করে পাখির মতো সহজ সারল্যের সাথে ভালোবাসা, বিশ্বাস ও দয়া-মায়ার মতো মানবিক গুণগুলো সাথে নিয়ে পীড়িত মানুষগুলির পারে এসে দাঁড়াতে হবে।
৬.২ ‘রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে,’– ‘পাড়াগাঁর দু-পহর ভালোবাসি’ কবিতায় কবির এমন অনুভূতির কারণ বিশ্লেষণ করো।
উত্তরঃ কবি জীবনানন্দ দাশের রচিত “পাড়াগাঁর দু-পহর ভালোবাসি” কবিতায় কবি গ্রামী প্রকৃতির কোলে বড় হয়েছেন। দ্বিপ্রহরের রোদ কত স্বপ্ন নিয়ে ধরা দিতো। তাই পাড়াগাঁয়ে দ্বিপ্রহরের বিভিন্ন স্মৃতি কবির মনের মনিকোঠায় সযত্নে স্থান নিয়ে আছে। কবির জীবন যে এই সমস্ত স্বপ্ন ক্রমে ঝরে যাচ্ছে। যে গল্প কাহিনি হৃদয়ে বাসা বেঁধেছিল তারা কোথাও উ হয়ে গিয়েছে। তাই কবির মনে এমন অনুভূতি জেগেছে।
৬.৩ ‘সব পথে ঘুরেছি বৃথাই রে।’– ‘সব পথে’ বলতে কী বোঝানো হয়েছে? পথে ঘোরা কবির বৃথা হয়েছে কেন ?
উত্তরঃ নিজে করো।
৭। নীচের যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ১×৪=৪
৭.১ দুর্গা সলতে বানানোর জন্য কি খুঁজছিল ?
উত্তরঃ দুর্গা সলতে বানানোর জন্য ছেঁড়া ন্যাকড়া খুঁজছিল।
৭.২ বনভোজনে কী কী রান্না হয়েছিল ?
উত্তরঃ বনভোজনে সত্যিকারের ভাত, বেগুন ভাজা, মেটে আলু ভাতে র হয়েছিল।
৭.৩ রামচরণ জেলের ছেলের নাম কী ?
উত্তরঃ রামচরণ জেলের ছেলের হৃদয় (বঙ্কা)।
৭.৪ দুর্গা পাতালকোঁড় গুলিকে কি ভেবেছিল ?
উত্তরঃ দুর্গা পাতালকোঁড়গুলিকে ব্যাঙের ছাতা ভেবেছিল।
৭.৫ মজুমদার বংশের প্রতিষ্ঠিত দেবতাটার নাম কী ?
উত্তরঃ মজুমদার বংশের প্রতিষ্ঠিত দেবতাটার নাম বিশালাক্ষী দেবী।
৮। নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো ২টি) : ৩×২=৬
৮.১ ‘অপুর গায়ে কাঁটা দিয়া উঠিল।’ কেন অপুর গায়ে কাঁটা দিয়ে উঠল ?
উত্তরঃ অপুর গায়ে কাঁটা দিয়েছিল কারণ চারিধারে অন্ধকার সন্ধ্যা, আকাশে কাে মেঘ, বাঁশবন, শ্মশানের গন্ধ, শিবের অনুচর ভূতপ্রেত এসব ভেবে ছোটো ছেলের বিস্ময়ে, ভয়ে অজানা রহস্যের অনুভূতিতে ভরে উঠেছিল।
৮.২ কাকে এবং কেন চোর সাব্যস্ত করা হয়েছিল ?
উত্তরঃ সোনার সিঁদুর কৌটাটি হারিয়ে যাবার সময়, যারা সেখানে ছিল সবাই বাড়ির লোক ছিল, একমাত্র দুর্গা ছিল বাড়ির বাইরের লোক, সে আম চুরি করত বলে এই বাড়ির লোকের ধারণা অনুযায়ী মিলিয়ে তারা দুর্গাকেই চোর হিসাবে গণ্য করে।
৮.৩ “আজ যেন একটি উৎসবের দিন।”— কখন, কেন দুর্গার এরূপ মনে হয়েছিল?
উত্তরঃ দুর্গাপুজোর আর বাইশ দিন বাকি ছিল। দুর্গা মনে মনে হিসেব করে রেখেছিল যে, তার বাবা বাড়ি ফিরবেন ওই কটা দিন পরেই। এ কথা ভেবেই তার মন আনন্দে পরিপূর্ণ হয়ে উঠেছিল। তার মনে হয়েছিল, বাবা অপু, মা ও তার জন্য পুতুল, কাপড় ও আলতা আনবেন। এ ছাড়াও সেদিন রাতে তাদের বাড়িতে রান্নার আয়োজন হয়েছিল। সাধারণত তাদের বাড়িতে রাতে রান্না হয় না। সকালের বাসি ভাত তরকারি দিয়েই তারা রাতের খাওয়া সেরে নেয়। তাই সেই রাত্রে রান্নার আয়োজন ও কয়েকদিন পর বাবার বাড়ি ফেরার আনন্দ মিলেমিশে দিনটি তার কাছে উৎসবমুখর হয়ে উঠেছিল।
৯। নীচের বিকল্পগুলির মধ্যে ঠিক বিকল্পটি বেছে নাও : ১×৪=৪
৯.১ ক্রিয়ার মূলকে বলে-
(ক) সমাপিকা, (খ) অসমাপিকা, (গ) ধাতু (ঘ) অধাতু
উত্তরঃ (গ) ধাতু
৯.২ বিভক্তি কত প্রকার ?
(ক) দুই, (খ) তিন, (গ) চার (ঘ) পাঁচ
উত্তরঃ (ক) দুই,
৯.৩ তোকে নিয়ে আর পারা যায় না। নিম্নরেখ পদটি হল—
(ক) বিশেষ (খ) বিশেষণ (গ) অব্যয় (ঘ)
উত্তরঃ (গ) অব্যয়
৯.৪ একটি সংজ্ঞাবাচক বিশেষ্য হল—
(ক) ধান (খ) লেবু (গ) তাল (ঘ) যমুনা
উত্তরঃ (ঘ) যমুনা
১০। নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো : ১×৪=৪
১০.১ ফুলবাগানের মোড় পর্যন্ত এগিয়ে দেখল নীলু। (না-সূচক বাক্যে)
উত্তরঃ ফুলবাগানের মোড় পর্যন্ত এগিয়ে না দেখে নীলু এল না।
১০.২ মাসি উপরে ঠাকুরঘরে আবদ্ধ থাকায় এ সকলের কিছুই জানিতে পারেন নাই। (জটিল বাক্যে)
উত্তরঃ যেহেতু মাসি উপরে ঠাকুরঘরে আবদ্ধ ছিলেন সেহেতু এ সকলের কিছুই জানিতে পারেন নাই।
১০.৩ দেখছেন না ছন্নছাড়া কটা বেকার ছােকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। যৌগিক বাক্যে)
উত্তরঃ দেখছেন না ছন্নছাড়া কটা বেকার যুবক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে এবং আড্ডা দিচ্ছে।
১০.৪ আগে যখন একা মাঠে কিংবা পাহাড়ে বেড়াইতে যাইতাম, তখন সব খালি খালি লাগিত।(সরল বাক্যে)
উত্তরঃ আগে একা মাঠে কিংবা পাহাড়ে বেড়াইতে গেলে সব খালি খালি লাগত।
১০.৫ ছােকরার দলের কথায় আমলই দেন না। (হ্যাঁ-সূচক বাক্যে)
উত্তরঃ ছােকরার দলের কথা উপেক্ষা করেন।
১১। তোমার এলাকার জলাভূমি সংরক্ষণে পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়ে সংবাদপত্রের সম্পাদককে চিঠি লেখো। ৪
উত্তরঃ
বিষয় : জলাভূমি সংরক্ষণে পদক্ষেপগ্রহণ
সম্পাদক সমীপেষু
দৈনিক সুপ্রভাত,
৪৫. তপসিয়া রোড,
কলকাতা: ৭০০০৪৬
৮/১১/২০২৪
সবিনয় নিবেদন,
বীরভূমের দক্ষিণপাড়া সংলগ্ন পোদ্দার বাগান অঞ্চলে বিস্তীর্ণ জলাভূমি রয়েছে। সম্প্রতি ঐ জলাভূমির পশ্চিমাংশে জনৈক অসাধু প্রোমোটার ‘কুয়-টাওয়ার’ নামে একটি বহুতল আবাসন বানানোর কাজে ঐ জলাভূমি বুজিয়ে নির্মাণকার্য চালাচ্ছেন। আপনার বহুল প্রচারিত সংবাদপত্রের মাধ্যমে এই ভয়ংকর ঘটনাটি আমি সংশ্লিষ্ট পৌরসভার নজরে আনতে চাইছি। গোপনে এই ধরনের সবুজ ধ্বংসের প্রক্রিয়া সমস্ত অঞ্চলের বাস্তুতন্ত্রকে বিপন্ন করবে। এ ধরনের যেকোনো কাজই দেশের আইনবিরুদ্ধ। যত দ্রুত এই ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা যায়, ততই মঙ্গল। অবিলম্বে জলাভূমি বুজিয়ে নির্মাণকাজ স্থগিত করা হোক এবং দোষী প্রোমোটারকে গ্রেপ্তার করা হোক।
আশা করি, ঘটনাটির গুরুত্ব বিবেচনা করে আপনি আমার পত্রটি প্রকাশ করে বাধিত করবেন।
নমস্কারান্তে
শেখ আবিদ আলি
সিউড়ি
বীরভূম, পিন: ৭৩১১০১
১২. ‘চোখ’ ও ‘পাকা’ শব্দ দিয়ে ভিন্ন ভিন্ন অর্থে অর্থ-সহ দুটি করে বাক্যরচনা করো : ২×২=৪
উত্তরঃ নিজে করো।
📌আরও পড়ুনঃ
📌অষ্টম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌অষ্টম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here