Class 9 Geography 2nd Unit Test Question Paper Set-1 wbbse | নবম শ্রেণি ভূগোল দ্বিতীয় ইউনিট টেস্ট সেট-১

2ND SUMMATIVE EVALUATION
CLASS 9 (IX) WBBSE
GEOGRAPHY QUESTION PAPER

Set-1

Class 9 Geography 2nd Unit Test Question Paper Set-1 wbbse | নবম শ্রেণি ভূগোল দ্বিতীয় ইউনিট টেস্ট সেট-১

📌নবম শ্রেণির ইউনিট টেস্ট প্রশ্নপত্র সমস্ত বিষয় | Class 9 All Subject Unit Test Question Paper Click Here

সিলেবাস/Syllabus—
৩. পৃথিবীপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়
৪. ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ
৫. আবহবিকার
৮. পশ্চিমবঙ্গ (অবস্থান ও প্রশাসনিক বিভাগ, প্ৰাকৃতিক পরিবেশ)

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
নবম শ্রেণি     বিষয় : ভূগোল
সময় : ১ ঘণ্টা ৩০ মিনিট              পূর্ণ মান : ৪০

বিভাগ – ‘ক’

১। বহু বিকল্পভিত্তিক প্রশ্ন : 1×10=10

১.১ GPS শব্দটির আক্ষরিক অর্থ হল—
(ক) Global Positioning System
(ক) Geographical Planning System
(গ) Geographical Positioning System
(ঘ) Geothermal Positioning System

উত্তরঃ (ক) Global Positioning System

১.২ কলকাতার দ্রাঘিমাগত অবস্থান হল—
(ক) 88°33′ পূর্ব (খ) 88°33′ পঃ
(গ) 22°30 পূর্ব (ঘ) 22°30′ পশ্চিম

উত্তরঃ (ক) 88°33′ পূর্ব।

১.৩ পৃথিবীর উচ্চতম আগ্নেয় পর্বত—
(ক) ফুয়ামা (খ) কটো পাকিস
(গ) মাউন্ট হেলম (ঘ) ওজোসদেল সালাডো

উত্তরঃ (ঘ) ওজোসদেল সালাডো।

১.৪ সমপ্রায় সমভূমির মধ্যে অবস্থিত অনুচ্চ কঠিন শিলার টিলাকে বলে—
(ক) গায়ট (খ) মোনাডনক্‌
(গ) সিমটোজেনি (ঘ) ইনসেলবার্জ

উত্তরঃ (খ) মোনাডনক্‌

১.৫ গ্রাবরেখা বা মোরেন সমভূমি দেখা যায়—
(ক) কাস্ট অঞ্চল (গ) নিম্ন প্রবাহে
(খ) হিমবাহ অধ্যুষিত অঞ্চল (ঘ) মরু অঞ্চল

উত্তরঃ (খ) হিমবাহ অধ্যুষিত অঞ্চল

১.৬ মহী সঞ্চরন মতবাদের প্রবক্তা হলেন—
(ক) অ্যালফ্রেড ওয়েগনার (খ) হ্যারি হেস
(গ) টলেমি (ঘ) পিঁচে

উত্তরঃ (ক) অ্যালফ্রেড ওয়েগনার

১.৭ জল জমে বরফে পরিণত হলে আয়তন বাড়ে—
(ক) ৪ শতাংশ (খ) ৫ শতাংশ (গ) ৭ শতাংশ (ঘ) ১০ শতাংশ

উত্তরঃ (ঘ) ১০ শতাংশ।

১.৮ অঙ্গার গঠনে সাহায্য করে—
(ক) কার্বনডাইঅক্সাইড (খ) অক্সিজেন
(গ) ওজোন (ঘ) হাইড্রোজেন

উত্তরঃ (ক) কার্বনডাইঅক্সাইড।

১.৯ পশ্চিমবঙ্গের জনঘনত্ব (২০১১) সালের জংগননা অনুসারে প্রতি বর্গ কিলোমিটারে–
(ক) ১০৭৪ জন (খ) ১১০২ জন
(গ) ১০২৯ জন (ঘ) ৯৩৪ জন

উত্তরঃ (গ) ১০২৯ জন।

১.১০ পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিমে বিস্তার—
(ক) ৫৬৬ কিলোমিটার
(খ) ৪৮০ কিলোমিটার
(গ) ৫২৫ কিলোমিটার
(ঘ) ৩২৫ কিলোমিটার

উত্তরঃ (ঘ) ৩২৫ কিলোমিটার।

বিভাগ- ‘খ’

২। অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : শূন্যস্থান পূরণ করো : 1x 5 = 5

২.১ 66½° দক্ষিণ অক্ষরেখাকে _____________ বলে।

উত্তরঃ কুমেরুবৃত্ত রেখা

২.২ পৃথিবীর প্রচীনতম ক্ষয়জাত ভঙ্গিল পর্বতটি হল ____________।

উত্তরঃ আরাবল্লী পর্বতশ্রেণী।

২.৩ উষ্ণ আদ্র জলবায়ুতে _______________ আবহবিকার বেশী হয়।

উত্তরঃ রাসায়নিক।

২.৪ মৃত্তিকা মধ্যস্থ জৈব পদার্থকে বলে ____________।

উত্তরঃ হিউমাস।

২.৫) মুর্শিদাবাদের একটি ঐতিহাসিক স্থান ___________________।

উত্তরঃ হাজারদুয়ারি প্রাসাদ।

৩। শুদ্ধ / অশুদ্ধ নির্ণয় করো : 1×5=5

৩.১ পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্য ঝারখন্ড।

উত্তরঃ অশুদ্ধ। (সিকিম)

৩.২ কোনো স্থানের সূর্যের সর্বোচ্চ উন্নতিকে দুপুর ১২ টা ধরা হয়।

উত্তরঃ শুদ্ধ।

৩.৩ মৃত্তিকাক্ষয়ের একটি মনুষ্যসৃষ্ট কারণ হল জলপ্রবাহ।

উত্তরঃ শুদ্ধ।

৩.৪ ফুজিয়ামা একটি আগ্নেয় পর্বত।

উত্তরঃ শুদ্ধ।

৩.৫ জল জমে বরফে পরিণত হলে আয়তন বাড়ে না।

উত্তরঃ অশুদ্ধ।

বিভাগ – ‘গ’

৪। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : 2×2=4

৪.১ হিউমিফিকেশন কাকে বলে ?

৪.২ পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ অরণ্যকে সুন্দরবন বলা হয় কেন ?

বিভাগ – ‘ঘ’

৫। সংক্ষিপ্ত ব্যাখ্যা মূলক উত্তরধর্মী প্রশ্ন : 3×2=6

৫.১ মৌসুমি বিস্ফোরণ বলতে কী বোঝ ?

৫.২ মহীভাবক ও গিরিজনি আলোড়নের পার্থক্য লেখো।

বিভাগ-ঙ

৬। দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন : 5×2=10

৬.১ ভঙ্গিল পর্বতের উৎপত্তি চিত্রসহ ব্যাখ্যা করো।

অথবা,

অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্য লেখো।

৬.২ জলবায়ুর সঙ্গে আবহবিকারের সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো।

অথবা,

ভূ-প্রাকৃতির বৈচিত্র্য অনুসারে পশ্চিমবঙ্গের বিভিন্ন ভাগে ভাগ করো এবং যে কোন একটি বিভাগের বিবরণ দাও।

📌আরও পড়ুনঃ

📌নবম শ্রেণির ইউনিট টেস্ট প্রশ্নপত্র সমস্ত বিষয় | Class 9 All Subject Unit Test Question Paper Click Here

📌 নবম শ্রেণির বাংলা প্রশ্নোত্তর Click Here

Leave a Reply

  • Post comments:0 Comments
  • Reading time:3 mins read