বাঘ! কবিতার প্রশ্নোত্তর ষষ্ঠ শ্রেণি বাংলা | Bagh Kobitar Question Answer Class 6 Bengali wbbse
সাহিত্য মেলা
ষষ্ঠ শ্রেণি বাংলা
বাঘ! কবিতার প্রশ্নোত্তর ষষ্ঠ শ্রেণি বাংলা | Bagh Kobitar Question Answer Class 6 Bengali wbbse
কবিতার কবিতা, কবিতার ব্যাখ্যা, কবি পরিচিতি, শব্দার্থ, হাতে কলমে প্রশ্নোত্তর | Bagh Kobitar Question Answer Class 6 Bengali wbbse
📌 ষষ্ঠ শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌 ষষ্ঠ শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্ন Click Here
বাঘ! কবিতার কবিতা, কবিতার ব্যাখ্যা, কবি পরিচিতি, শব্দার্থ, হাতে কলমে প্রশ্ন ও উত্তর | West Bengal Class 6 Bengali Bagh Kobitar Question Answer wbbse
বাঘ!
—নবনীতা দেবসেন
এক যে ছিল ছোট্ট হলুদ বাঘ
তাদের পাখিরালয় বাসা।
তার মনে মনে জমছে কেবল রাগ
কেন, বনটা কেবল পাখি দিয়েই ঠাসা ?
মা-বাবা তার বেছেছেন এই বন
নেই যেখানে ছাগল হরিণ ভেড়া;
ধরবে বা কী ? খাবেই বা কী ? কোন
ভদ্র বাঘে হেথায় বাঁধে ডেরা ?
বাঘছানা কি ধরতে পারে পাখি ?
যতই বাড়াক সব্বোনেশে থাবা
পাখির সঙ্গে পেরে উঠবে নাকি ?
এক মিনিটেই আকাশপথে হাওয়া!
ছোট্ট বাঘের ছোট্ট শরীর যত
লাফিয়ে ওঠে, ধরতে পাখির ছানা,
পাখিরা সব কিচমিচিয়ে তত
উড়ে পালায় ছড়িয়ে দিয়ে ডানা।
ছোট্ট বাঘের বড্ড খিদে পেটে।
কী আর করে, গেল নদীর পাড়ে।
লালঠেন্ডো সব কাঁকড়া বেড়ায় হেঁটে,
লম্বা থাবায় ধরতে যদি পারে।
বাঘের ছানা জানত না তো মোটে
কাঁকড়া কেমন চিমটে ধরে দাঁড়া-য়
গর্তে থাবা দিয়েই কেঁদে ওঠে—
‘ওরে ব্বাবা! কে আমাকে ছাড়ায় ?’
ছোট্ট বাঘের মস্ত হলুদ বাবা
কান্না শুনে দৌড়ে এলেন ঘাটে,
বাড়িয়ে দিলেন গোবদা নখের থাবা
এক থাবড়ায় কাঁকড়া-দাঁড়া কাটে।
খিদের পেটে বাঘের ছানা যখন
ধরতে গেল কাদায় মেনিমৎস্য—
বাঘজননী লজ্জা পেলেন তখন
—’ভোঁদড় তো নোস, ব্যাঘ্র যে তুই, বৎস!’
ছানার দুঃখে দুঃখু পেয়ে ভারি
বাঘ বাবা-মা বদলে নিলেন বাড়ি
সেই থেকে বাঘ যায় না পাখিরালয়
সবাই মিলে থাকে সজনেখোলায়।
কবি পরিচিতিঃ
নবনীতা দেবসেন (১৯৩৮): কবি নরেন্দ্র দেব এবং সুলেখিকা শ্রীমতী রাধারাণী দেবীর সন্তান। কবিতা, গদ্য, ভ্রমণকাহিনি— সাহিত্যের নানা শাখায় তাঁর অবাধ বিচরণ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের অধ্যাপিকা ছিলেন। তাঁর প্রথম প্রকাশিত বই প্রথম প্রত্যয়। অন্যান্য উল্লেখযোগ্য বইগুলির মধ্যে রয়েছে–আমি অনুপম, নটী নবনীতা, খগেনবাবুর পৃথিবী, গল্পগুজব, মঁসিয়ে হুলোর হলিডে, সমুদ্রের সন্ন্যাসিনী, ট্রাকবাহনে ম্যাকমোহনে, হে পূর্ণ তব চরণের কাছে, নব-নীতা, প্রভৃতি। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি সাহিত্য অকাদেমি পুরস্কার এবং শিশু সাহিত্যে বিদ্যাসাগর পুরস্কার পেয়েছেন।
সারমর্মঃ
একটি ছোট্ট বাঘ পাখিদের অভয়ারণ্যে তার বাবা-মায়ের সঙ্গে বাস করত। ছাগল, হরিণ, ভেড়া— কোনোকিছুই সেখানে চরত না। ফলে তার খাবারের খুব অসুবিধে হত। পাখি আকাশে উড়ে চলে, ফলে নিজের থাবা বাগিয়েও বাঘটি খুব একটা সুবিধে করতে পারত না। একদিন সে কাঁকড়া শিকার করতে যায়, কিন্তু উলটে কামড় খেয়ে সে কাঁদতে থাকে। এরপর একদিন মাছ শিকারে নদীর ঘাটে উপস্থিত হয়। তখন তার মা তাকে বোঝায় যে এটা মোটেও বাঘসুলভ আচরণ নয় এবং তারা নিজেরাও বোঝে এভাবে এখানে থাকাটা তাদের সন্তানের পক্ষে ভীষণই কষ্টকর। তাই বাপ-মা পাখিরালয় থেকে সজনেখোলায় নিজেদের বাসা বদল করে।
নামকরণঃ
লেখিকা এখানে একটি ছোটো বাঘের দুঃখের ছবি ছড়ার আকারে তুলে ধরেছেন। বাঘ বলতে আমরা ভীষণ, হিংস্র, বলশালী প্রাণীকে বুঝি । কিন্তু ছড়ার বাঘের ছানাটি শিকার না পেয়ে মনমরা হয়। কাঁকড়া ধরতে গিয়ে তার কামড় খেয়ে সে কাঁদে। তাই আমাদের পরিচিত বাঘের ধারণার সঙ্গে ছড়ায় বর্ণিত ‘ব্যাঘ্রশাবক’-টির মিলের চাইতে অমিলই বেশি। আমরা অনেকেই বাঘের ছানাটির আচরণে অবাক হই। আর সেই কারণেই ছড়ার নামকরণে নবনীতা ‘বাঘ’ লিখেই ক্ষান্ত হননি, তার সঙ্গে একটি বিস্ময়বোধক – চিহ্ন (!) যুক্ত করেছেন। তাই সবদিক মিলিয়ে ছড়ার নামটি সার্থক ও সুন্দর।
শব্দার্থ:
» পাখিরালয়— পাখিদের অভয়ারণ্য।
» ডেরা— আস্তানা।
» লালঠেঙা— লাল রং-এর পা বিশিষ্ট।
» দাঁড়া— দাঁতযুক্ত লম্বা ঠ্যাং।
‘হাতে কলমে প্রশ্নোত্তর’ : হাট কবিতা ষষ্ঠ শ্রেণি বাংলা | Bagh Kobitar Question Answer Class 6 Bengali wbbse
১.১ নবনীতা দেবসেনের প্রথম প্রকাশিত বইয়ের নাম কী ?
উত্তরঃ নবনীতা দেবসেনের প্রথম প্রকাশিত বইয়ের নাম ‘প্রথম প্রত্যয়।
১.২ তাঁর লেখা একটি ভ্রমণকাহিনির নাম লেখো।
উত্তরঃ তাঁর লেখা একটি ভ্রমণকাহিনির নাম ‘ট্রাকবাহনে ম্যাকমোহনে’।
২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :
২.১ পাখিরালয়ের বাসায় কী পাওয়া যেত না ?
উত্তরঃ পাখিরালয়ের বাসায় ছাগল, হরিণ, ভেড়া পাওয়া যেত না।
২.২ ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে কী ধরতে গিয়েছিল ?
উত্তরঃ ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে পাখি ধরতে গিয়েছিল।
২.৩ ছোট্ট বাঘের বাবা-মা বাসা বদলে কোথায় গিয়েছিল ?
উত্তরঃ ছোট্ট বাঘের বাবা-মা বাসা বদলে সজনেখোলায় গিয়েছিল।
২.৪ সুন্দরবনের বাঘ কী নামে পরিচিত ?
উত্তরঃ সুন্দরবনের বাঘ রয়েল বেঙ্গল টাইগার নামে পরিচিত।
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ ‘ভদ্র বাঘে হেথায় বাঁধে ডেরা’— বাঘছানার এমন মনে হয়েছিল কেন ?
উত্তরঃ বাঘ মাংসাশী প্রাণী। পশুশিকার করে মাংস খাওয়াই তাদের প্রধান কাজ। তাদের পাখিরালয়ের বাসায় ছাগল, হরিণ, ভেড়া প্রভৃতি পাওয়া যেত না। তার ফলে বাঘকে না খেয়ে কাটাতে হত। তাই বাঘ ছানার এমন মনে হয়েছিল।
৩.২ ছোট্ট বাঘ পাখির ছানা ধরতে পারেনি কেন ?
উত্তরঃ পাখিদের ডানা থাকার জন্য উড়তে পারে। এই বাঘের বাচ্চা লাফিয়ে উঠে পাখির ছানা ধরতে গেলে তারা কিচিরমিচির আওয়াজ করে ডানা মেলে উড়ে যায়। এর ফলে ছোট্ট বাঘ পাখির ছানা ধরতে পারেনি।
৩.৩ বাঘের ছানা গর্তে থাবা দিয়েই কেঁদে উঠেছিল কেন ?
উত্তরঃ বাঘের ছানা জানত না যে কাঁকড়া তার দাঁড়া দিয়ে চিমটে ধরে। এই বাঘের বাচ্চা যখন কাঁকড়ার গর্তে থাবা দেয় তখন লাল ঠেঙো কাঁকড়া তার লম্বা দাঁড়া দিয়ে বাঘের বাচ্চার থাবা কামড়ে ধরে। এইজন্যই বাঘের ছানা গর্তে থাবা দিয়েই কামড়ের যন্ত্রণায় কেঁদে উঠেছিল।
৩.৪ বাঘছানাকে বাবা কীভাবে কাঁকড়ার হাত থেকে রক্ষা করল ?
উত্তরঃ ছোট্ট বাঘের বাবা কাঁকড়ার কামড়ে ছানার কান্না শুনে সন্তানকে রক্ষার জন্য দৌড়ে এল। সে তার মস্ত বড়ো থাবা দিয়ে কাঁকড়ার দাঁড়া কেটে দিল। বাবা বাঘ থাবার আঘাত দিয়ে বাঘছানাকে কাঁকড়ার হাত থেকে রক্ষা করল।
৩.৫ বাঘ জননী লজ্জা পেয়েছিল কেন ?
উত্তরঃ খিদের জ্বালা সহ্য করতে না পেরে বাঘের ছানা কাদায় মেনি মৎস্য ধরতে গেল। তা দেখতে পেয়ে বাঘজননী অত্যন্ত লজ্জা পেল। কারণ বাঘের ছানা তো আর মৎস্য শিকারি ভোঁদরের মতো প্রাণী নয় যে মৎস্য শিকার করবে।
৪. উদাহরণ দেখে নীচের ছকটি সম্পূর্ণ করো :
উত্তরঃ ব্যাঘ্র—বাঘ, মৎস্য— মাছ। বৎস্য— বাছা।
৫. সন্ধি করো : পাখিরালয়, কান্না
উত্তরঃ
» পাখির + আলয় = পাখিরালয়
» কাঁদ + না = কান্না
৬. সমোচ্চারিত ভিন্নার্থক শব্দগুলির অর্থ লেখো :
উত্তরঃ
» বন— অরণ্য।
» বোন— ভগিনী।
» বাড়ি— গৃহ
» বারি— জল।
» পারে — সক্ষম।
» পাড়ে— তীরে।
৭. নীচের শব্দগুলির কোন্টি বিশেষ্য ও কোন্টি বিশেষণ খুঁজে বার করে আলাদা দুটি স্তম্ভে লেখো। এরপর বিশেষ্যগুলির বিশেষণের রূপ এবং বিশেষণগুলির বিশেষ্যের রূপ লেখো : মন, শরীর, সব্বোনেশে, ভদ্র, এক, পেট, রাগ।
উত্তরঃ
বিশেষ্য | বিশেষণ |
মন | মানসিক |
শরীর | শারীরিক |
সব্বোনেশে | সব্বনাশ |
ভদ্র | ভদ্রতা |
এক | ঐক্য |
পেট | পেটুক |
রাগ | রাগী |
৮. নিম্নরেখ পদগুলির বিভক্তি অংশ আলাদা করে দেখাও :
৮.১ ভদ্র বাঘে হেথায় বাঁধে ডেরা।
উত্তরঃ বাঘে— বাঘ + এ = ‘এ’ বিভক্তি।
৮.২ পাখির সঙ্গে পেরে উঠবে নাকি?
উত্তরঃ পাখির— পাখি + র = ‘র’ বিভক্তি।
৮.৩ ছোট্ট বাঘের মতো হলুদ থাবা।
উত্তরঃ বাঘের— বাঘ + এর = ‘এর’ বিভক্তি।
৯. নীচের বাক্যগুলির উদ্দেশ্য ও বিধেয় অংশ ভাগ করে দেখাও :
৯.১ তার মনে মনে জমেছে কেবল রাগ।
উদ্দেশ্য— তার
বিধেয়— মনে মনে জমেছে কেবল রাগ।
৯.২ বাঘছানা কি ধরতে পারে পাখি ?
উদ্দেশ্য— বাঘছানা
বিধেয়— কি ধরতে পারে পাখি ?
৯.৩ লালঠেঙো সব কাঁকড়া বেড়ায় হেঁটে।
উদ্দেশ্য— লালঠেঙো সব কাঁকড়া
বিধেয়— বেড়ায় হেঁটে।
📌 আরো দেখুনঃ
📌ষষ্ঠ শ্রেণির ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
◆ দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্নোত্তর
◆ চিত্রগ্রীব – ধনগোপাল মুখোপাধ্যায়