মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র ২০২৪ পশ্চিমবঙ্গ বোর্ড | Madhyamik Geography Question Paper 2024 with Answers wbbse
2024 Geography Question Paper with answers for Madhyamik students of West Bengal Board of Secondary Education.
পশ্চিমবঙ্গ বোর্ডের অধীন মাধ্যমিক ছাত্র ছাত্রীদের জন্য ২০২৪ সালের উত্তরসহ ভূগোল বিষয়ের প্রশ্নপত্র।
📌 বিগত বছরের মাধ্যমিক প্রশ্নপত্র সমস্ত বিষয় | Madhyamik Previous Years Question Paper All Subject CLICK HERE
2024
GEOGRAPHY
Time-Three Hours Fifteen Minutes
(First FIFTEEN minutes for reading the question paper only)
Full Marks-90
(For Regular and Sightless Regular Candidates)
Full Marks-100
(For External and Sightless External Candidates)
Special credit will be given for answers which are brief and to the point.
Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting.
[‘ক’ বিভাগ থেকে ‘চ’ বিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন নিয়মিত ও বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য এবং ‘ছ’ বিভাগে প্রদত্ত প্রশ্ন শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য।]
[‘ক’ বিভাগে সকল প্রশ্ন আবশ্যিক, অন্য বিভাগে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। ‘চ’ বিভাগে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের বিকল্প প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে। অন্য সকলে মানচিত্র চিহ্নিত করবে।]
বিভাগ ‘ক’
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : ১×১৪=১৪
১.১ একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো
(ক) ভূমিকম্প (খ) অগ্নুৎপাত
(গ) পাত সঞ্চালন (ঘ) আবহবিকার
উত্তরঃ (ঘ) আবহবিকার
১.২ পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সঙ্কীর্ণ ও গভীর ফাটলগুলিকে বলে-
(ক) বার্গস্রুন্ড (খ) কেভাস (গ) অ্যারেট (ঘ) সার্ক
উত্তরঃ (ক) বার্গস্রুন্ড
১.৩ বায়ুমন্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো
(ক) স্ট্র্যাটোস্ফিয়ার (খ) মেসোস্ফিয়ার
(গ) ট্রপোস্ফিয়ার (ঘ) আয়নোস্ফিয়ার
উত্তরঃ (গ) ট্রপোস্ফিয়ার
১.৪ বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয়, যখন
(ক) উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়
(খ) উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায়
(গ) উচ্চতা বৃদ্ধি বা হ্রাসে উষ্ণতা অপরিবর্তিত থাকে
(ঘ) অক্ষাংশের মান বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়
উত্তরঃ (ক) উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়
১.৫ ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য হলো-
(ক) ৬ ঘন্টা
(খ) ৬ ঘন্টা ১৩ মিনিট
(গ) ৬ ঘন্টা ৩০ মিনিট
(ঘ) ৬ ঘন্টা ৪৫ মিনিট
উত্তরঃ (খ) ৬ ঘন্টা ১৩ মিনিট
১.৬ সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয়ে মিলিত হয় তাকে বলে-
(ক) হিমানী সম্প্রপাত (খ) হিমশৈল (গ) হিমপ্রাচীর
(ঘ) হিমগুল্ম
উত্তরঃ (গ) হিমপ্রাচীর
১.৭ বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থের উদাহরণ হলো-
(ক) ধানের খোসা (খ) ফ্লাই অ্যাশ (গ) পলিথিন (ঘ) ক্যাডমিয়াম
উত্তরঃ (ক) ধানের খোসা
১.৮ ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম হলো-
(ক) ডাল হ্রদ (খ) নৈনিতাল (গ) উলার হ্রদ (ঘ) প্যাংগং হ্রদ
উত্তরঃ (ঘ) প্যাংগং হ্রদ
১.৯ ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছায় অঞ্চল হলো-
(ক) শিলং মালভূমি
(খ) হিমালয়ের পাদদেশ অঞ্চল
(গ) পূর্বঘাট পর্বতের পূর্ব ঢাল
(ঘ) ছোটোনাগপুর মালভূমি
উত্তরঃ (ক) শিলং মালভূমি
১.১০ ব্যাসল্ট শিলার আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো-
(ক) লোহিত মৃত্তিকা
(খ) পলি মৃত্তিকা
(গ) কৃষ্ণ মৃত্তিকা
(ঘ) ল্যাটেরাইট মৃত্তিকা
উত্তরঃ (গ) কৃষ্ণ মৃত্তিকা
১.১১ ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত
(ক) লক্ষ্ণৌ (খ) নাগপুর (গ) কটক (ঘ) মুম্বই
উত্তরঃ (খ) নাগপুর
১.১২ বনজভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো
(ক) কাগজ শিল্প
(খ) লৌহ-ইস্পাত শিল্প
(গ) দোহন শিল্প
(ঘ) পেট্রোরসায়ন শিল্প
উত্তরঃ (ক) কাগজ শিল্প
১.১৩ ‘ভারতের ডেট্রয়েট’ বলে পরিচিত
(ক) জামশেদপুর (খ) আহমেদাবাদ (গ) পুনে (ঘ) চেন্নাই
উত্তরঃ (ঘ) চেন্নাই
১.১৪ উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় যে রং এর সাহায্যে নির্দেশ করা হয় তা হলো
(ক) সবুজ (খ) লাল (গ) গাঢ় নীল (ঘ) হলুদ
উত্তরঃ (গ) গাঢ় নীল
বিভাগ ‘খ’
২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ’ লেখো : ১×৬=৬
(যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও)
২.১.১ নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকা সৃষ্টি হয়।
উত্তরঃ ‘শু’
২.১.২ ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়।
উত্তরঃ ‘অ’
২.১.৩ সমুদ্র বায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয়।
উত্তরঃ ‘অ’
২.১.৪ হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান ও গোলপাতা।
উত্তরঃ ‘অ’
২.১.৫ গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত।
উত্তরঃ ‘অ’
২.১.৬ আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য পদার্থ।
উত্তরঃ ‘শু’
২.১.৭ মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অ্যাপেলো।
উত্তরঃ ‘অ’
২. উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) : ৬×১=৬
২.২.১ প্রপাতকূপ (প্লাঞ্জপুল) সৃষ্টি হয় ______________ এর পাদদেশে।
উত্তরঃ জলপ্রপাত
২.২.২ বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোত বিক্ষিপ্ত হয় ______________ শক্তির প্রভাবে।
উত্তরঃ কেন্দ্র বহির্মুখী / কোরিওলিস বল
২.২.৩ নিরক্ষীয় অঞ্চলে _____________ ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়।
উত্তরঃ পরিচলন
২.২.৪ শীতল ____________ স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয়।
উত্তরঃ ল্যাব্রাডার
২.২.৫ ব্যবহৃত ইঞ্জেকশন সিরিঞ্জ একটি _____________ বর্জ্য।
উত্তরঃ বিষাক্ত
২.২.৬ ন্যাপথা _____________ শিল্পের প্রধান কাঁচামাল।
উত্তরঃ পেট্রোরসায়ন
২.২.৭ ২০১১ খ্রিস্টাব্দের আদমসুমারি অনুসারে ভারতে সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্যটি হল ______________।
উত্তরঃ অরুণাচল প্রদেশ
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) : ১×৬=৬
২.৩.১ চুনাপাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যে কোন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায় ?
উত্তরঃ চুনাপাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যে দ্রবণ ক্ষয় প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায়
২.৩.২ বায়ুমন্ডলের কোন স্তরে মেরুপ্রভা দেখা যায় ?
উত্তরঃ বায়ুমন্ডলের আয়নস্ফিয়ার স্তরে মেরুপ্রভা দেখা যায়।
২.৩.৩ কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্রস্রোতের দিক পরিবর্তিত হয় ?
উত্তরঃ ভারত মহাসাগর মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্রস্রোতের দিক পরিবর্তিত হয়
২.৩.৪ কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখো।
উত্তরঃ কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম দাক্ষিণাত্য মালভূমি।
২.৩.৫ কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে ২০২০ খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্থ হয়েছে ?
উত্তরঃ আমফান নামক শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে ২০২০ খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্থ হয়েছে।
২.৩.৬ শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য ?
উত্তরঃ শ্বাসমূল ম্যানগ্রোভ উদ্ভিদ / লবণাম্বু উদ্ভিদ জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য।
২.৩.৭ খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুবই উপযোগী ?
উত্তরঃ খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে জলপথ পরিবহন মাধ্যম খুবই উপযোগী।
২.৩.৮ ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম লেখো।
উত্তরঃ ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম সমোচ্চরেখা।
২.৪. বামদিকের সঙ্গে ডানদিকের গুলি মিলিয়ে লেখো : ১×৪=৪
বামদিক | ডানদিক |
২.৪.১ কাশ্মীর উপত্যকা নদী |
১। আল্পীয় উদ্ভিদ |
২.৪.২ লুনি | ২। সংকর ইস্পাত কেন্দ্র |
২.৪.৩ রডোডেনড্রন | ৩। জাফরান |
২.৪.৪ সালেম | ৪। রাজস্থান |
উত্তরঃ
বামদিক | ডানদিক |
২.৪.১ কাশ্মীর উপত্যকা নদী |
(৩) জাফরান |
২.৪.২ লুনি | (৪) রাজস্থান |
২.৪.৩ রডোডেনড্রন | (১) আল্পীয় উদ্ভিদ |
২.৪.৪ সালেম | (২) সংকর ইস্পাত কেন্দ্র |
বিভাগ ‘গ’
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : ২×৬=১২
৩.১ নগ্নীভবনের সংজ্ঞা দাও।
উত্তরঃ ভূ-পৃষ্ঠের উপরিভাগের শিলা এবং মৃত্তিকা বিভিন্ন প্রাকৃতিক শক্তির (যেমন- নদী, বায়ু, হিমবাহ ইত্যাদি) দ্বারা অপসারিত হয়ে উন্মুক্ত হয়ে যাওয়াকে নগ্নীভবন বলে। এই প্রক্রিয়ায় শিলা বা মাটি ক্ষয়প্রাপ্ত হয়ে স্থানান্তরিত হয় এবং নতুন ভূমিভাগ উন্মোচিত হয়।
অথবা,
‘কার্যকারী সৌর বিকিরণ’ বলতে কী বোঝো ?
উত্তরঃ সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার পর যে পরিমাণ আলো এবং তাপ ভূপৃষ্ঠে এসে পৌঁছায় এবং পৃথিবীর উষ্ণতাকে প্রভাবিত করে, সেটাই কার্যকরী সৌর বিকিরণ।
(অথবা এই সংজ্ঞাটাও লিখতে পারো)
পৃথিবীতে আগত সৌর শক্তিকে 100% ধরলে তার মাত্র47% ভূপৃষ্ঠকে গরম করে তোলে এবং 19% বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস জলীয়বাষ্প ধূলিকণা দ্বারা শোষিত হয়, এই মোট 66 % সৌর বিকিরণকে কার্যকরি সৌর বিকিরণ বলে।
৩.২ ‘আপেক্ষিক আর্দ্রতার’ সংজ্ঞা দাও।
উত্তরঃ আপেক্ষিক আর্দ্রতা হল একটি নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে বায়ুমণ্ডলে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ, যা ঐ একই তাপমাত্রা ও চাপে বাতাসে সম্ভাব্য কত জলীয় বাষ্প থাকতে পারে তার অনুপাত।
অথবা,
‘অ্যাপোজি জোয়ার’ বলতে কী বোঝো ?
উত্তরঃ চাঁদ উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় সময় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সর্বাধিক (4 লক্ষ 7 হাজার কিমি) হয়, একে চাঁদের অ্যাপােজি বা অপসূর অবস্থান বলে। এই সময় যে জোয়ার হয়, তাকে অ্যাপােজি জোয়ার বলে।
৩.৩ ‘কঠিন বর্জ্য’ পদার্থের সংজ্ঞা দাও।
উত্তরঃ যে সকল বর্জ্য পদার্থ সহজে জলে দ্রবীভূত হয় না এবং মূলত কঠিন অবস্থায় পরিবেশে আসে তাকে কঠিন বর্জ্য পদার্থ বলে। যেমন— কাচ, কাপ, ধানের তুষ, আখের ছিবড়ে, টায়ার ও টিউব, রাবিস প্রভৃতি।
অথবা,
বর্জ্যের পৃথকীকরণ কী ?
উত্তরঃ যে উপায়ে বিভিন্ন ধরণের বর্জ্য যেমন- শুকনো, ভেজা, পুনর্ব্যবহারযোগ্য এবং অ-পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য আলাদাভাবে রাখা হয়। তাকে বর্জ্যের পৃথকীকরণ বলে।
৩.৪ ‘কয়াল’ বলতে কী বোঝো ?
উত্তরঃ কেরালা রাজ্যে মালাবার উপকূলে ভূআন্দোলন দ্বারা বারবার উত্থান ও পতনের ফলে লবণাক্ত জলের জলাভূমি বা উপহ্রদ লক্ষ্য করা যায়। স্থানীয় ভাষায় এই জলাভূমি ও উপহ্রদগুলিকে কয়াল বলে ।
অথবা,
কোন দুইটি নদী মিলিত হয়ে গঙ্গানদীর সৃষ্টি করেছে ?
উত্তরঃ অলকানন্দা এবং ভাগীরথী নদী মিলিত হয়ে গঙ্গানদীর সৃষ্টি করেছে।
৩.৫ বহুমুখী নদী পরিকল্পনার সংজ্ঞা দাও।
উত্তরঃ যে পরিকল্পনার মাধ্যমে নদীর ওপর বাঁধ দিয়ে জলাধার বা ব্যারেজ তৈরি করে বিভিন্ন উদ্দেশ্যসাধন করার পাশাপাশি নদী অববাহিকায় বসবাসকারী জনগণের সর্বাঙ্গীণ উন্নতিসাধন করা হয় তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে। এটি সাধারণত বন্যা নিয়ন্ত্রণ, সেচ, জলবিদ্যুৎ উৎপাদন, নৌচলাচল এবং পানীয় জল সরবরাহ সহ বিভিন্ন উদ্দেশ্যে সাধন করা হয়।
অথবা,
‘শিকড় আলগা শিল্প’ বলতে কী বোঝো ?
উত্তরঃ শিকড় আলগা শিল্প হলো সেই শিল্প যা তার উৎপাদন প্রক্রিয়া বা ব্যবসার জন্য নির্দিষ্ট কোনো ভৌগোলিক স্থানে আবদ্ধ নয়। এটি যেকোনো স্থানে স্থাপন করা যেতে পারে এবং প্রয়োজনীয় উপাদানগুলো সহজেই পাওয়া যায়।
৩.৬ দূর সংবেদনের সংজ্ঞা দাও।
উত্তরঃ দূর সংবেদন এমন একটি আধুনিক ও বিজ্ঞানসম্মত সমীক্ষা ব্যবস্থা যাতে উন্নত যন্ত্রপাতির মাধ্যমে দূর থেকে কোন বস্তু বা ক্ষেত্রকে পর্যবেক্ষণ করে উক্ত বস্তু বা ক্ষেত্রের সংস্পর্শে না এসে তথ্য সংগ্রহ করা
অথবা,
‘জিও স্টেশনারি উপগ্রহ’ বলতে কী বোঝো ?
উত্তরঃ যে সব কৃত্রিম উপগ্রহ পৃথিবীর কোন নির্দিষ্ট স্থানের সাপেক্ষে সামঞ্জস্য রেখে, পৃথিবীর আবর্তন গতির সমান সময়ে (২৪ ঘন্টা), নিরক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্বে পৃথিবীকে প্রদক্ষিন করে চলে, তাকে জিওস্টেশনারী উপগ্রহ বলে।
বিভাগ ‘ঘ’
৪. সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : ৩×৪ = ১২
৪.১ হিমরেখার উচ্চতা সর্বত্র এবং সব ঋতুতে সমান হয় না কেন ?
অথবা,
ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো।
৪.২ জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য লেখো।
অথবা,
পরিবেশের উপর বর্জ্যের তিনটি প্রভাব সংক্ষেপে আলোচনা করো।
৪.৩ মৃত্তিকা সংরক্ষণের যে কোন তিনটি পদ্ধতি উল্লেখ করো।
অথবা,
ভারতীয় কৃষির মুখ্য তিনটি সমস্যা আলোচনা করো।
৪.৪ ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের তিনটি প্রধান পার্থক্য উল্লেখ করো।
অথবা,
ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো।
বিভাগ ‘ঙ’
(দৃষ্টিহীন পরীক্ষার্থীদের ক্ষেত্রে চিত্রাঙ্কন আবশ্যিক নয়)
৫। ৫.১ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৫×২=১০
৫.১.১ বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি প্রধান ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো।
৫.১.২ পৃথিবী পৃষ্ঠে বিশ্ব উষ্ণায়নের গুরুত্বপূর্ণ প্রভাবগুলি আলোচনা করো।
৫.১.৩ ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
৫.১.৪ পৃথিবীর বিভিন্ন স্থানে সমুদ্রস্রোতের প্রধান পাঁচটি প্রভাব আলোচনা করো।
৫.২ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৫×২=১০
৫.২.১ ভারতের ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য এবং ক্রান্তীয় মরু উদ্ভিদের বৈশিষ্ট্যের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো।
৫.২.২ ভারতে ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা করো।
উত্তরঃ আখ বা ইক্ষু উষ্ণক্রান্তীয় অঞ্চলের ঘাস বা তৃণ জাতীয় ফসল। আখ উৎপাদনে ভারত পৃথিবীতে উল্লেখযোগ্য স্থান অধিকার করে।আখ উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ নিচে আলোচনা করা হলো।
(ক) আখ বা ইক্ষু উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ—
ইক্ষু উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশকে দুটি ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে। যেমন– A. অনুকূল প্রাকৃতিক পরিবেশ এবং B. অনুকূল অর্থনৈতিক পরিবেশ।
A. অনুকূল প্রাকৃতিক পরিবেশ—
(1) জলবায়ুঃ আখ উষ্ণ এবং আর্দ্র ক্রান্তীয় জলবায়ু অঞ্চলের ফসল।
(i) উষ্ণতা : বাৎসরিক গড় 20° সেলসিয়াস থেকে 27° সেলসিয়াস উষ্ণতা আখ গাছের স্বাভাবিক বৃদ্ধি এবং ফলনের জন্য উপযোগী।
(ii) বৃষ্টিপাত : 100 সেন্টিমিটার থেকে 150 সেন্টিমিটার বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে আখ চাষ ভালো হয়। 100 সেন্টিমিটার কম বৃষ্টিপাত হলে জলসেচের প্রয়োজন হয়। কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে আখের রস কম হয়। মাত্রাতিরিক্ত বৃষ্টিপাত হলে আখে জলীয় অংশ বেশি থাকে ফলে আখ কম মিষ্টি হয়।
(iii) আর্দ্রতা : আখের চারা বৃদ্ধির সময় আর্দ্র জলবায়ু প্রয়োজন হয় এবং আখ কাটার সময় রোদ ঝলমলে শুষ্ক আবহাওয়ার প্রয়োজন।
(iv) সামুদ্রিক বাতাস : সামুদ্রিক লবণাক্ত বাতাস আখের ফলন বৃদ্ধিতে সহায়তা করে।
(v) কুয়াশা এবং তুষারপাত : কুয়াশা ও তুষারপাত আখ চাষের ক্ষতি করে। সেই কারণে আখ চাষের জলবায়ু তুহিন মুক্ত হওয়া প্রয়োজন।
(2) মৃত্তিকাঃ চুন এবং লবণযুক্ত দোআঁশ মাটিতে আখ চাষ ভালো হয়। এছাড়া সুষম জলধারণ ক্ষমতা সম্পন্ন পলিমাটি, দোআঁশ মাটি, রেগুর মাটিতে আখের ফলন ভালো হয়। ক্ষারীয় মৃত্তিকায় আখ চাষ ভাল হয় না।
(3) ভূমির প্রকৃতিঃ গাছের গোড়ায় জল জমে থাকলে গাছ পচে যায়। উত্তম জলনিকাশি যুক্ত অল্প ঢালু জমিতে আখ চাষ ভালো হয়।
B. অনুকূল অর্থনৈতিক পরিবেশ—
(4) শ্রমিকঃ আখ অত্যন্ত নিবিড় কৃষিকাজ। চারারোপণ করা, জমি তৈরি, আগাছা নিড়ানো এবং কীটনাশক প্রয়োগ, মাড়াই করা এবং বাজারে নিয়ে যাওয়া প্রভৃতি কাজের জন্য প্রচুর দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়।
(5) পরিবহনঃ আখের রস থেকে চিনি, গুড় প্রভৃতি তৈরি করা হয়। এই কারণে আখ কাটার পর 24 থেকে 48 ঘণ্টার মধ্যে কারখানায় পাঠানোর প্রয়োজন, না হলে আখ শুকিয়ে গিয়ে উৎপাদন ব্যাহত হবে। এই কারণে পরিবহন ব্যবস্থা অত্যন্ত উন্নত থাকা প্রয়োজন।
এছাড়া (6) উন্নত বীজ (7) কীটনাশকের ব্যবহার (8) মূলধন প্রভৃতি আখ উৎপাদনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে।
(খ) ভারতের আখ চাষের সমস্যা—
(i) ভারতের হেক্টর প্রতি আখের উৎপাদন যথেষ্ট কম।
(ii) ভারতীয় আখের গুনগতমান বিশ্বমানের নয়।
(iii) আখের রসের পূর্ণ উপযোগিতা পাওয়া যায় না।
(iv) সময়মতো কারখানায় আখ না পৌঁছানোর জন্য রস শুকিয়ে যায়।
(v) পরিমিত সারের অভাব।
(গ) আখ চাষের সমস্যা সমাধানের জন্য গৃহীত ব্যবস্থা।
(i) উন্নত প্রজাতির আখ উৎপাদনে চেষ্টা চলছে।
(ii) জলসেচ সার প্রভৃতি দিয়ে উৎপাদন বৃদ্ধি করার চেষ্টা চলছে।
(iii) প্রযুক্তির উন্নতির মাধ্যমে আখের রস থেকে জ্বালানি উৎপাদনের চেষ্টা চলছে।
৫.২.৩ ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো।
উত্তরঃ ভারতের পশ্চিমাঞ্চলে বা পশ্চিম ভারতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলে, বিশেষত মহারাষ্ট্রের মুম্বাই, পুণে, নাগপুর, সােলাপুর, আকোলা ও জলগাঁও এবং গুজরাতের আমেদাবাদ, সুরাত, ভারুচ, ভাদোদরা, রাজকোট প্রভৃতি স্থানে অসংখ্য কার্পাস বয়ন শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। দেশের পশ্চিমাঞ্চলে এই কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণগুলি হল—
(1) শ্রেষ্ঠ তুলাে উৎপাদক অঞ্চল : মহারাষ্ট্র গুজরাতের (ঔরঙ্গাবাদ, জলগাঁও, বুলধানা) কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল হল দেশের অন্যতম শ্রেষ্ঠ তুলাে উৎপাদক অঞ্চল। ফলে এখানে এই শিল্পের প্রয়ােজনীয় কাঁচা তুলাে সুলভে পাওয়া যায়।
(2) আর্দ্র জলবায়ু : আরব সাগরসংলগ্ন মহারাষ্ট্র ও গুজরাতের জলবায়ু আদ্র, যা সুতাে কাটার পক্ষে বিশেষ উপযােগী।
(3) সুলভ বিদ্যুৎশক্তি : উকাই ও কাদানা (গুজরাত); ভিবপুরী, খােপােলি ও কয়না (মহারাষ্ট্র) জলবিদ্যুৎ কেন্দ্র এবং ট্রম্বে, নাসিক (মহারাষ্ট্র) তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে সুলভে বিদ্যুৎশক্তি এই শিল্প স্থাপনে সহায়ক হয়েছে।
(4) বন্দরের সান্নিধ্য : ভারতের তিনটি প্রধান বন্দর— মুম্বাই, কান্ডালা, জওহরলাল নেহরু বন্দর এবং অন্যান্য অপ্রধান বন্দর-সুরাত, পােরবন্দর প্রভৃতি এই অঞ্চলে অবস্থিত। এর ফলে এই শিল্পের প্রয়ােজনীয় যন্ত্রপাতি ও উন্নতমানের তুলাে আমদানি এবং কার্পাস বস্ত্র রপ্তানির ক্ষেত্রে বিশেষ সুবিধা হয়।
(5) উন্নত পরিবহণ ব্যবস্থা : পশ্চিম, মধ্য ও কোঙ্কণ রেলপথ এবং 47, 48, 64, 160 নং জাতীয় রাজপথ এই অঞ্চলের ওপর দিয়ে প্রসারিত হওয়ায় এখানকার পরিবহণ ব্যবস্থাও উন্নত।
অন্যান্য কারণ—
(1) পর্যাপ্ত মূলধন বিনিয়ােগ : বৃহৎ শিল্প পরিচালনায় অভিজ্ঞ পারসি, ভাটিয়া ও গুজরাতি ব্যবসায়ীরা এই অঞ্চলে কার্পাস বয়ন শিল্পের উন্নতিতে বিশেষ উদ্যোগী হয় এবং এজন্য পর্যাপ্ত মূলধনও বিনিয়ােগ করে। এ ছাড়া, মুম্বাই ভারতের মূলধনের রাজধানী হওয়ায় শিল্পের মূলধন পেতে অসুবিধা হয় না।
(2) সুলভ শ্রমিক : মুম্বাই ও আমেদাবাদ অঞ্চল ঘন জনবসতিপূর্ণ হওয়ায় এই অঞ্চলে শিল্পের জন্য প্রয়ােজনীয় সুলভ শ্রমিক সহজেই পাওয়া যায়।
(3) শিল্প বিকাশের উপযুক্ত পরিকাঠামাে : মহারাষ্ট্র ও গুজরাত রাজ্যের শিল্প বিকাশের প্রয়ােজনীয় পরিকাঠামাে এই অঞ্চলে কার্পাস শিল্পের উন্নতির সহায়ক হয়েছে।
(4) বিপুল চাহিদা : মুম্বাই ভারতের প্রবেশদ্বার। তাই পশ্চিমের দেশগুলির নিত্যনতুন ‘ফ্যাশন’-এর ঢেউ এসে এখানেই প্রথম পৌঁছায় এবং তারই প্রভাব পড়ে এই অঞ্চলে উৎপাদিত বস্ত্র সামগ্রীর ওপর। এজন্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই পশ্চিমাঞ্চলে উৎপাদিত বস্ত্রের বিপুল চাহিদা লক্ষ করা যায়।
৫.২.৪ ভারতের পরিবহন ব্যবস্থার প্রধান পাঁচটি গুরুত্ব আলোচনা করো।
বিভাগ ‘চ’
৬. প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা-মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও : ১×১০=১০
৬.১ মেঘালয় মালভূমি
৬.২ মালাবার উপকূল
৬.৩ নর্মদা নদী
৬.৪ শীতকালীন মৌসুমি বৃষ্টিপাত যুক্ত অঞ্চল
৬.৫ একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল
৬.৬ ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র
৬.৭ পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল
৬৮ উত্তর ভারতের বৃহত্তম মোটরগাড়ী নির্মাণ শিল্প কেন্দ্র
৬.৯ পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর
৬.১০ বেঙ্গালুরু।
অথবা,
(শুধুমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য)
৬. যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও : ১×১০=১০
৬.১ ভারতের নবীনতম রাজ্য কোনটি ?
৬.২ মালাবার উপকূলে অবস্থিত একটি উপহ্রদের নাম লেখো।
৬.৩ সিন্ধু নদের একটি উপনদীর নাম উল্লেখ করো।
৬.৪ বৃষ্টির জল সংরক্ষণে ভারতের কোন রাজ্য প্রথম স্থানের অধিকারী ?
৬.৫ পাঞ্জাবের শীতকালীন বৃষ্টিপাতের উৎস কী ?
৬.৬ ডেকানট্র্যাপ অঞ্চলে কোন ধরণের মৃত্তিকা দেখা যায় ?
৬.৭ ভারতের প্রধান কফি গবেষণাগারটি কোথায় অবস্থিত ?
৬.৮ গম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থানের অধিকারী ?
৬.৯ ভারতের সর্ববৃহৎ পেট্রোরসায়ন শিল্প কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
৬.১০ কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যাঞ্চেষ্টার বলা হয় ?
৬.১১ পশ্চিমবঙ্গের বৃহত্তম শহরের নাম লেখো।
৬.১২ আয়তন অনুসারে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি ?
৬.১৩ ভারতের একটি নদীবন্দরের নাম লেখো।
৬.১৪ পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক বিমান বন্দরের নাম কি ?
বিভাগ ‘ছ’
(শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য)
৭.১ যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও :
৭.১.১ সুন্দরবনের দুটি দ্বীপের নাম লেখো।
৭.১.২ মন্থকূপ কিভাবে সৃষ্টি হয়।
৭.১.৩ ‘লু’ কী ?
৭.১.৪ তেজস্ক্রিয় বর্জ্যের সংজ্ঞা দাও।
৭.২ যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ১×৪=৪
৭.২.১ রাজস্থানের একটি হ্রদের নাম লেখো।
৭.২.২ ভারতের কোন্ অরন্যে সুন্দরী গাছ জন্মায় ?
৭.২.৩ উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ নদী অববাহিকার নাম লেখো।
৭.২.৪ ভারতে উৎপাদিত একটি বাগিচা ফসলের নাম করো।
৭.২.৫ কোন মহানগরটি সোনালি চতুর্ভুজের উত্তর দিকে অবস্থিত ?
M.P Geography Question Papers | ||||
---|---|---|---|---|
2017 | 2018 | 2019 | 2020 | 2021 |
2022 | 2023 | 2024 | 2025 | 2026 |